ইউক্রেনের পাশে পোল্যান্ড - রাশিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবেননা লেভনডস্কিরা

লেভনডস্কি জানান, 'এতে রাশিয়ার ফুটবলার এবং ভক্তদের দোষ নেই, তবে আমরা এমন আচরণ করতে পারিনা যা দেখে মনে হয় কিছুই ঘটছে না।"
রবার্ট লেভনডস্কি
রবার্ট লেভনডস্কিফাইল ছবি

রাশিয়া-ইউক্রেনের সামরিক সংঘাতের প্রভাব ফেলছে ক্রীড়াজগতেও। রাশিয়ার পদক্ষেপ মেনে নিতে পারছেন না অনেক ক্রীড়াবিদ। এবার পোল্যান্ড সাফ জানিয়ে দিয়েছে আগামী মাসে রাশিয়াতে অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলবে না। ২৪ মার্চ মস্কোতে রাশিয়ার বিপক্ষে নামার কথা ছিলো পোল্যান্ডের। তবে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর ম্যাচ খেলতে রাজি নয় রবার্ট লেভনডস্কির দল। পোল্যান্ডের ফুটবল ফেডারেশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বায়ার্ন সেনসেশন লেভনডস্কিও।

আগামী মাসে কাতার বিশ্বকাপের যোগ্যতা অর্জনের জন্য মস্কোতে খেলার কথা রয়েছে পোল্যান্ড, সুইডেন, চেক রিপাবলিকের। পোল্যান্ড ও রাশিয়ার মধ্যে জয়ী দল যোগ্যতা অর্জনের জন্য মুখোমুখি হবে সুইডেন ও চেক রিপাবলিকের মধ্যে জয়ী দলের। তবে এখন খেলা নিয়ে চলছে জোর ডামাডোল। পোল্যান্ডের পাশাপাশি রাশিয়ায় খেলা নিয়ে আপত্তি জানিয়েছে সুইডেন ও চেক রিপাবলিকও। যদিও সরকারিভাবে তারা এখনও পোল্যান্ডের মতো কিছু জানায়নি। তবে দ্রুত কোনো সিদ্ধান্ত আসতে পারে দুই দেশের কাছ থেকে।

পোল্যান্ডের ফুটবল ফেডারেশনের সভাপতি কেজরি কুলেজ ট্যুইটারে লিখেছেন, "এটি পদক্ষেপ নেওয়ার সময়। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর আমরা সেখানে ম্যাচ খেলতে প্রস্তুত নই। আমরা মনে করি এটা সঠিক সিদ্ধান্ত।" পাশাপাশি তিনি আরও বলেন সুইডেন এবং চেক প্রজাতন্ত্র ফেডারেশনগুলির সাথে আলোচনা করবেন যাতে তিনটি দেশ ফিফাকে তাদের একত্রিত সিদ্ধান্ত জানাতে পারে।

পোলিশ সেনসেশন রবার্ট লেভনডস্কিও এই সিদ্ধান্তে সহমত প্রকাশ করেছেন। তিনি জানান," এটি সঠিক সিদ্ধান্ত। ইউক্রেনের পরিস্থিতি বিবেচনা করে রাশিয়ান দলের বিরুদ্ধে খেলার কথা ভাবতে পারছি না। রাশিয়ার ফুটবলার এবং ভক্তদের দোষ নেই, তবে আমরা এমন আচরণ করতে পারিনা যা দেখে মনে হয় কিছুই ঘটছে না।"

উল্লেখ্য গতকালই তড়িঘড়ি করে সেন্ট পিটার্সবার্গ থেকে সরিয়ে উয়েফা চ্যাম্পিয়নস লীগের ফাইনালের ভেন্যু প্যারিসে নিয়ে যাওয়া হয়েছে

রবার্ট লেভনডস্কি
'শান্তি চাই', পুতিনের আগ্রাসী মনোভাবে উদ্বেগ জানিয়ে বার্তা রাশিয়ার টেনিস তারকাদের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in