EPL: পগবার গোলে এগিয়ে থেকেও বার্নলির বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করতে হলো ম্যান ইউকে

বার্নলির ঘরের মাঠ টার্ফ মুরে এদিন ম্যাচের ১৩ মিনিটেই গোল পেয়েছিলো ম্যান ইউ। তবে ভিএআরের মাধ্যমে রাফায়েল ভারানের সেই গোল বাতিল করা হয়। এর অবশ্য পাঁচ মিনিট বাদেই গোলের মুখ খোলে ইউনাইটেড।
ম্যানচেস্টার ইউনাইটেড বনাম বার্নলি
ম্যানচেস্টার ইউনাইটেড বনাম বার্নলিছবি ম্যানচেস্টার ইউনাইটেডের ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

পগবার গোলে এগিয়ে থেকেও পূর্ণ তিন পয়েন্ট অর্জন করতে পারলো না ম্যানচেস্টার ইউনাইটেড। বার্নলির বিপক্ষে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হলো রেড ডেভিলদের। গত ম্যাচে এফএ কাপে মিডিলসব্রাঘের কাছে হেরে ছিটকে যাওয়ার পর গতরাতে ইপিএলে পয়েন্ট খুইয়ে শীর্ষ চারের রাস্তা কঠিন হলো ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের। এই ম্যাচ জিতলেই রালফ রায়নিকের দল চতুর্থ স্থানে থাকতো। তবে আপাতত পঞ্চম স্থানেই থাকতে হচ্ছে রেড ডেভিলদের।

বার্নলির ঘরের মাঠ টার্ফ মুরে এদিন ম্যাচের ১৩ মিনিটেই গোল পেয়েছিলো ম্যান ইউ। তবে ভিএআরের মাধ্যমে রাফায়েল ভারানের সেই গোল বাতিল করা হয়। এর অবশ্য পাঁচ মিনিট বাদেই গোলের মুখ খোলে ইউনাইটেড। লুক শ'র বাড়ানো পাস থেকে গোল করেন ফরাসী মিডফিল্ডার পল পগবা।

পগবার গোলে প্রথমার্ধে লীড বজায় থাকলেও দ্বিতীয়ার্ধে আর তা ধরে রাখতে পারেনি ম্যান ইউ। দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতা ফিরে পায় বার্নলি। উইঘর্স্টের পাস থেকে বার্নলিকে খেলায় ফেরান ৩২ বর্ষীয় ইংলিশ ফরোয়ার্ড জে রদ্রিগেজ। এদিন রায়নিক প্রথম একাদশে রাখেননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। ৬৮ মিনিটের মাথায় উরুগুয়েন স্ট্রাইকার এডিনসন কাভানির বদলি হিসেবে সিআর সেভেন নামেন। তবে গোলের দেখা পাননি। বার্নলির বিপক্ষে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় ইউনাইটেডকে।

ইপিএলের পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে অবস্থান করেছে ম্যান ইউনাইটেড। ২৩ ম্যাচের শেষে ৩৯ পয়েন্ট তাদের। ২৪ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ওয়েস্টহ্যাম। শীর্ষ তিন দল পয়েন্ট তালিকায় অনেকটাই এগিয়ে গিয়েছে। টেবিল টপার ম্যানচেস্টার সিটির ২৩ ম্যাচে ৫৭ পয়েন্ট।দ্বিতীয় স্থানে থাকা লিভারপুলের পয়েন্ট ২২ ম্যাচে ৪৮ এবং তৃতীয় স্থানে রয়েছে চেলসি, যাদের পয়েন্ট ২৪ ম্যাচে ৪৭। চতুর্থ স্থানের দখল নিয়ে লড়াই চলছে ম্যান ইউ, টটেনহ্যাম এবং আর্সেনালের মধ্যে। ষষ্ঠ স্থানে থাকা টটেনহ্যামের পয়েন্ট ২০ ম্যাচে ৩৬ এবং ২১ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে গানার্সরা।

ম্যানচেস্টার ইউনাইটেড বনাম বার্নলি
ISL 2021-22: কোলাসো, মনভীরের গোলে টেবিল টপার হায়দরাবাদকে হারিয়ে চতুর্থ স্থানে এটিকে মোহনবাগান

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in