ISL 2021-22: কোলাসো, মনভীরের গোলে টেবিল টপার হায়দরাবাদকে হারিয়ে চতুর্থ স্থানে এটিকে মোহনবাগান

টানা তিন ম্যাচে জয় নিয়ে খেলতে নামা ম্যানুয়াল মার্কুইজের বাহিনীকে হারিয়ে টানা ন'ম্যাচ অপরাজিত থাকলেন প্রীতম, কোলাসো, ডেভিড উইলিয়ামসরা।
এটিকে মোহনবাগান বনাম হায়দরাবাদ এফসি
এটিকে মোহনবাগান বনাম হায়দরাবাদ এফসিছবি এটিকে মোহনবাগানের ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

টেবিল টপার হায়দরাবাদকে হারিয়ে এক লাফে চতুর্থ স্থানে উঠে এলো মেরিনার্সরা। জিএমসি অ্যাথলেটিক স্টেডিয়ামে চলতি আইএসএলের ৮৫ তম ম্যাচে নিজামের শহরকে ২-১ ব্যবধানে হারালো সবুজ-মেরুন বাহিনী। এই মরশুমের প্রথম বারের দেখায় দুই দল ফিরেছিলো এক-এক পয়েন্ট নিয়ে। তবে দ্বিতীয় বার হায়দরাবাদকে হারালো ফেরান্ডোর দল। টানা তিন ম্যাচে জয় নিয়ে খেলতে নামা ম্যানুয়াল মার্কুইজের বাহিনীকে হারিয়ে টানা ন'ম্যাচ অপরাজিত থাকলেন প্রীতম, কোলাসো, ডেভিড উইলিয়ামসরা। আজকের ম্যাচে এটিকে মোহনবাগানের হয়ে একটি করে গোল করেছেন লিস্টন কোলাসো এবং মনভীর সিং।

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতে হায়দরাবাদ দাপট দেখালেও দ্রুত খেলায় ফেরে এটিকে মোহনবাগান। ম্যাচের ৫৭ মিনিটে গোলের মুখ খোলে তারা। ডেভিড উইলিয়ামসের বাড়ানো অনবদ্য ক্রস থেকে বল পায়ে নিয়ে হায়দরাবাদের জালে জড়িয়ে দেন লিস্টন কোলাসো। প্রথম গোলে এগিয়ে যাওয়ার তিন মিনিট বাদেই ফের গোল করে মেরিনার্সরা। জনি কাউকোর পাস থেকে মোহনবাগানের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন মনভীর সিং।

দুই গোলে পিছিয়ে পড়ার পরেও অবশ্য হাল ছাড়েনি হায়দরাবাদ। ৬৭ মিনিটের মাথায় জাও ভিক্টরের দূরপাল্লার শট সবুজ মেরুনদের গোলরক্ষক অমরিন্দর সেভ করলেও বক্সের মধ্যে তা চিয়ানেজের পায়ে এসে পড়ে। ফাঁকা গোলে বল জড়িয়ে হায়দরাবাদকে খেলায় ফেরান চিয়ানেজ। তবে শেষ পর্যন্ত সমতা ফিরে পাওয়ার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়েও নিজামের শহর দ্বিতীয় গোলটি পায়নি। লীগ লিডারদের ২-১ গোলে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট অর্জন করে জুয়ান ফেরান্ডোর ব্রিগেড।

হায়দরাবাদকে হারিয়ে এক লাফে সপ্তম স্থান থেকে চতুর্থ স্থানে উঠে এসেছে এটিকে মোহনবাগান। সেই সঙ্গে শীর্ষস্থান দখলের রাস্তাও চওড়া হলো মেরিনার্সদের ১৩ ম্যাচের শেষে ফেরান্ডোদের পয়েন্ট ২৩। অন্যদিকে ম্যাচ হেরেও আপাতত টেবিল টপার হায়দরাবাদ এফসি। ১৫ ম্যাচে ২৬ পয়েন্ট ম্যানুয়াল মার্কুইজদের।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in