EPL: ডি ব্রুইনের গোলে চেলসিকে হারিয়ে শিরোপা জয়ের দৌড়ে অনেকটাই এগিয়ে গেলো ম্যান সিটি

এই রোমহর্ষক ম্যাচে কিক অফের আগে মুখোমুখি জয়ের নিরিখে টুখেলের বিপক্ষে ৪-৩ ব্যবধানে এগিয়ে ছিলো গার্দিওলা। ম্যাচ শেষে সেই পরিসংখ্যান ৫-৩ ব্যবধানে নিয়ে গেলেন সিটির কোচ।
ম্যান সিটি বনাম চেলসি
ম্যান সিটি বনাম চেলসিছবি ম্যান সিটি-র ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

হাইভোল্টেজ ম্যাচে টমাস টুখেলের চেলসিকে হারিয়ে লীগ শিরোপা জয়ের দৌড়ে আরও এগিয়ে গেলো গার্দিওলার ম্যানচেস্টার সিটি। স্কাই ব্লুজদের ঘরের মাঠ এতিহাদে ব্লুজরা ১-০ গোলে হারের মুখ দেখলো। চলতি ইপিএলে দু'বারের সাক্ষাৎে দু' বারই জয় ছিনিয়ে নিয়েছে সিটিজেনরা। ম্যান সিটির হয়ে এই ম্যাচে জয়সূচক একটিমাত্র গোল করেছেন কেভিন ডি ব্রুইন।

এই রোমহর্ষক ম্যাচে কিক অফের আগে মুখোমুখি জয়ের নিরিখে টুখেলের বিপক্ষে ৪-৩ ব্যবধানে এগিয়ে ছিলো গার্দিওলা। ম্যাচ শেষে সেই পরিসংখ্যান ৫-৩ ব্যবধানে নিয়ে গেলেন সিটির কোচ। এদিন সম্পূর্ণ ম্যাচ জুড়েই ছিলো চরম উত্তেজনা। দ্বিতীয় স্থানে থাকা চেলসি পয়েন্ট ব্যবধান কমানোর জন্য মরিয়া ছিলো। অন্যদিকে ম্যান সিটি এই ম্যাচ জিতে শেষ পাঁচ বছরে চতুর্থ লীগ শিরোপা জয়ের ভীত মজবুত করার জন্য ছিলো বদ্ধপরিকর।

লীগে টানা ১২ তম জয়ের রাতে ম্যান সিটির নায়ক কেভিন ডি ব্রুইন। প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ পেলেও চেলসির গোলরক্ষক কেপাকে পরাস্ত করে জাল খুঁজে পেতে ব্যর্থ হয় স্কাই ব্লুজরা। অবশেষে দ্বিতীয়ার্ধের ৭০ মিনিটে আসে কাঙ্খিত গোল। টুখেলের বিরক্তি বাড়িয়ে ক্যান্সেলোর পাস থেকে চেলসি দূর্গ গুঁড়িয়ে দিলেন ৩০ বর্ষীয় বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন।

গুরুত্বপূর্ণ জয় নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে ম্যান সিটি। ২২ ম্যাচের শেষে ১৮ টি জয় এবং ২ টি ড্র নিয়ে সিটির পয়েন্ট ৫৬। ২২ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে চেলসি। ২০ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ক্লপের লিভারপুল এবং ২১ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ডেভিড ময়েসের ওয়েস্টহ্যাম।

ম্যান সিটি বনাম চেলসি
Virat Kohli: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ হারের পর ভারতের টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেন বিরাট

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in