EPL: লেস্টারের কাছে হেরে শিরোপা জয়ের দৌড়ে বড় ধাক্কা খেলো লিভারপুল

টানা দশ ম্যাচ অপরাজিত থাকার পর অবশেষে থামলো লিভারপুলের বিজয়রথ। লেস্টার সিটির কাছে ১-০ গোলে হেরে শিরোপা জয়ের দৌড়ে বড় ধাক্কা খেলো অলরেডসরা।
EPL: লেস্টারের কাছে হেরে শিরোপা জয়ের দৌড়ে বড় ধাক্কা খেলো লিভারপুল
লিভারপুল বনাম লেস্টারছবি লিভারপুল এফসির ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

টানা দশ ম্যাচ অপরাজিত থাকার পর অবশেষে থামলো লিভারপুলের বিজয়রথ। লেস্টার সিটির কাছে ১-০ গোলে হেরে শিরোপা জয়ের দৌড়ে বড় ধাক্কা খেলো অলরেডসরা। নিজেদের অগণিত সুযোগ নষ্টের খেসারত দিতে হলো য়ুর্গেন ক্লপদের। ইপিএলের অন্য এক গুরুত্বপূর্ণ ম্যাচে সাউদাম্পটন এবং টটেনহ্যামের ম্যাচ শেষ হয়েছে ১-১ ব্যবধানে ড্রয়ের মাধ্যমে।

লিসেস্টারের ঘরের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে এদিন শুরুতেই এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ হাতছাড়া করে লিভারপুল। প্রথমার্ধের ১৫ মিনিটে পেনাল্টি উপহার পেলেও তা কাজে লাগাতে পারেনি। স্পট কিক নিতে গিয়ে গোলের দেখা পায়নি মহম্মদ সালহা। লেস্টারের গোলরক্ষক কাসপের অনবদ্য এক সেভে দলকে পিছিয়ে পড়া থেকে বাঁচান।

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে আদেমোলা লুকমানের গোলে এগিয়ে যায় লেস্টার। এরপর লিভারপুল সমতা ফিরে পাওয়ার অনেক চেষ্টা চালালেও তা সফল হয়নি। লিভারপুলের রক্ষণ ও গোলরক্ষক অনবদ্য ফুটবল উপহার দেন। শেষ পর্যন্ত লীড বজায় রেখে ১-০ গোলে জয় তুলে নেয় ব্রেন্ডন রজার্সের দল।

এই ম্যাচ হেরে শিরোপা জয়ের লড়াইয়ে বড় ধাক্কা খেলো অলরেডসরা। ১৯ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে লিভারপুল। শীর্ষে থাকা ম্যান সিটি সমসংখ্যক ম্যাচে ৪৭ পয়েন্ট অর্জন করেছে। অন্যদিকে ১৮ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে নবম স্থানে লেস্টার।

লিভারপুল বনাম লেস্টার
Manuel Manolo Diaz: এসসি ইস্টবেঙ্গল কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন ম্যানুয়েল মানোলো দিয়াজ

GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন

Related Stories

No stories found.
People's Reporter
www.peoplesreporter.in