EPL: ম্যান সিটিকে হারিয়ে রেকর্ড স্পার্স তারকা হ্যারি কেনের

২৬৭ গোল নিয়ে স্পার্সদের জার্সিতে কেন হয়ে গেলেন সর্বোচ্চ গোলের মালিক। এছাড়াও মাত্র তৃতীয় খেলোয়াড় হিসেবে প্রিমিয়ার লীগে ২০০ গোলের মাইলফলকও স্পর্শ করেছেন তিনি।
হ্যারি কেন
হ্যারি কেনছবি - সংগৃহীত

এভারটনের কাছে আর্সেনালের হারের পর গার্দিওলার দলের সামনে সুযোগ ছিল পয়েন্ট ব্যবধান কমানোর। কিন্তু কেনের রেকর্ড গড়ার রাতে পরাজয় নিয়ে ফিরতে হলো সিটিকে। সিটির হারে স্বস্তি পেল আর্সেনালও।

টটেনহ্যাম হটস্পার বনাম ম্যানচেস্টার সিটির ম্যাচের সমস্ত রং এদিন কেড়ে নিলেন স্পার্স তারকা হ্যারি কেন। ম্যাচের ১৫ মিনিটেই গোল করে নজির গড়লেন ব্রিটিশ মহাতারকা। ২৬৭ গোল নিয়ে স্পার্সদের জার্সিতে কেন হয়ে গেলেন সর্বোচ্চ গোলের মালিক। এছাড়াও মাত্র তৃতীয় খেলোয়াড় হিসেবে প্রিমিয়ার লীগে ২০০ গোলের মাইলফলকও স্পর্শ করেছেন তিনি।

ইংলিশ প্রিমিয়ার লীগে সর্বোচ্চ গোল করেছেন অ্যালান শিয়ারার। নিউক্যাসল ইউনাইটেডের এই কিংবদন্তি ব্রিটিশ ফুটবলার প্রিমিয়ার লীগে গোল করেছেন ২৬০ টি। যে রেকর্ড এখনও অক্ষত। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন প্রাক্তন ম্যান ইউনাইটেড মহাতারকা ওয়েন রুনি। প্রিমিয়ার লীগে ২০৮ টি গোল রয়েছে রুনির। শিয়ারার এবং রুনির এলিট ক্লাবে এবার যোগ দিলেন হ্যারি কেন। রুনিকে টপকে যাওয়া কেনের এখন শুধু সময়ের অপেক্ষা।

টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামের উদ্বোধন হয়েছে ২০১৯ সালে। এরপর সিটি তিনবার প্রিমিয়ার লীগ জিতলেও এই মাঠে জিততে পারেনি কোনো ম্যাচ। ম্যাচ জেতা দূরের কথা, স্কাই ব্লুজরা এই স্টেডিয়ামে করতে পারেনি কোনো গোলও। অদ্ভুতুড়ে এই ধারা এবারও ধরে রাখল পেপ গার্দিওলার দল। টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে এবারও গোলের মুখ খোলা হলো না সিটিজেনদের। হ্যারি কেইনের জয়সূচক গোল থেকেই তিন পয়েন্ট তুলে নিয়েছে স্পার্সরা।

প্রিমিয়ার লীগে ২০ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে মিকেল আর্তেটার আর্সেনাল। দ্বিতীয় স্থানে থাকা সিটির পয়েন্ট ২১ ম্যাচে ৪৫। সিটির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ম্যান ইউনাইটেড। ২১ ম্যাচে ম্যান ইউর পয়েন্ট ৪২। সমসংখ্যক ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে নিউক্যাসল। ২২ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে টটেনহ্যাম হটস্পার।

হ্যারি কেন
LaLiga: রিয়ালের হারের রাতে বড় জয় বার্সার, মদ্রিচদের থেকে ৮ পয়েন্ট এগিয়ে লেভনডস্কিরা

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in