Eoin Morgan: অবসর নিতে চলেছেন ইয়ন মর্গ্যান! ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অধিনায়ককে নিয়ে জল্পনা

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবারই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে মর্গ্যানের পক্ষ থেকে। ইংল্যান্ডের সংবাদ মাধ্যমগুলিতে এই সংবাদ আসার পরেই শুরু হয়েছে জল্পনা।
ইয়ন মর্গ্যান
ইয়ন মর্গ্যানগ্রাফিক্স - নিজস্ব

ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটের এক গৌরবময় অধ্যায়ের কি তবে ইতি হতে চলেছে! সাম্প্রতিক সময়ে একেবারেই ছন্দে নেই ব্রিটিশ অধিনায়ক ইয়ন মর্গ্যান। ইংলিশ মিডিয়ার সূত্রে জানা গিয়েছে, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে প্রস্তুত ইংল্যান্ডের সীমিত ওভারের ক্রিকেটের অধিনায়ক। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবারই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে মর্গ্যানের পক্ষ থেকে। ইংল্যান্ডের সংবাদ মাধ্যমগুলিতে এই সংবাদ আসার পরেই শুরু হয়েছে জল্পনা।

ইংল্যান্ডের সীমিত ওভারের ক্রিকেট পদ্ধতির পরিবর্তন আসে মর্গ্যানের হাত ধরেই। ২০১৫ সালে আইসিসি ওডিআই বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে হেরে গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার পরেই শুরু হয় মর্গ্যান বিপ্লব। প্রতিভাবান তরুণ খেলোয়াড়দের নিয়ে ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে আক্রমণাত্মক ক্রিকেটকে একটি নতুন স্তরে নিয়ে গিয়েছিলেন। ২০১৬ সালেই তাঁর অধিনায়কত্বে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ওঠেন তাঁরা। যদিও কার্লোস ব্র্যাথওয়েটের শেষ ওভারের অতিমানবিয় ব্যাটিং-এর কারণে ইংল্যান্ডের খেতাব জেতা হয়নি।

টি-টোয়েন্টি বিশ্বকাপ হাত ছাড়া হলেও ২০১৯ সালে বহু কাঙ্খিত আইসিসি ওডিআই বিশ্বকাপের খেতাব জেতে ইংল্যান্ড। মর্গ্যানের অধিনায়কত্বে প্রথম বারের জন্য বিশ্বকাপ হাতে তুলে নেয় থ্রি লায়ন্সরা। বর্তমানে খারাপ ফর্ম এবং ফিটনেসের কারণে বেশ সমস্যায় পড়তে হয়েছে তাঁকে। তাই ইংলিশ সংবাদমাধ্যম গুলির তরফ থেকে জানা গিয়েছে মঙ্গলবারই আন্তর্জাতিক ক্রিকেটকে 'আলবিদা' জানাতে পারেন মর্গ্যান।

ইংল্যান্ডের হয়ে ওয়ান ডে এবং টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিক ইয়ন মর্গ্যান। প্রথমে আয়ারল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করা মর্গ্যান ইংল্যান্ডের হয়ে খেলেছেন ২২৫ টি ওডিআই ম্যাচ এবং ১১৫ টি টি-টোয়েন্টি। সার্বিকভাবে এখনও পর্যন্ত ২৪৮ টি ওডিআই খেলে রান করেছেন ৭৭০১। যার মধ্যে রয়েছে ১৪ টি শতরান এবং ৪৭ টি অর্ধশতরান। ১১৫ টি টি-টোয়েন্টি ম্যাচে মর্গ্যানের সংগ্রহ ২৪৫৮ রান

ইয়ন মর্গ্যান
IND: ইংল্যান্ডে ভারতীয় শিবিরে ফের করোনা সংক্রমণ, এবার আক্রান্ত স্বয়ং অধিনায়ক রোহিত

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in