IND: ইংল্যান্ডে ভারতীয় শিবিরে ফের করোনা সংক্রমণ, এবার আক্রান্ত স্বয়ং অধিনায়ক রোহিত

আগামী ১ লা জুলাই থেকে এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে অসমাপ্ত টেস্ট সিরিজের শেষ তথা পঞ্চম টেস্ট ম্যাচটি খেলবে ভারত। তার আগে রোহিত সুস্থ হয়ে উঠতে পারবেন কিনা, সে বিষয়ে প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে।
রোহিত শর্মা
রোহিত শর্মাছবি - রোহিত শর্মার ট্যুইটার হ্যান্ডেল

ইংল্যান্ডে গিয়ে ফের বিপাকে ভারতীয় দল। করোনা আক্রান্ত হয়ে পড়েছেন স্বয়ং অধিনায়ক রোহিত শর্মা। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে রবিবার ট্যুইট করে এমনটাই জানানো হয়েছে। আপাতত হোটেলের ঘরেই আইসোলেশনে রয়েছেন রোহিত।

আগামী ১ লা জুলাই থেকে এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে অসমাপ্ত টেস্ট সিরিজের শেষ তথা পঞ্চম টেস্ট ম্যাচটি খেলবে ভারত। তার আগে রোহিত সুস্থ হয়ে উঠতে পারবেন কিনা, সে বিষয়ে প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে।

গত বছরের সেপ্টেম্বরে ইংল্যান্ড সফরে গিয়ে এই করোনার প্রকোপে জর্জরিত হয়েছিলো ভারতীয় দল। ফিজিও যোগেশ পারমারের করোনা ধরা পড়ার পর শেষ টেস্টটি স্থগিত রাখা হয়। তার আগে হেড কোচ রবি শাস্ত্রী, বোলিং কোচ ভরত অরুণ এবং ফিল্ডিং কোচ আর শ্রীধরও কোভিড আক্রান্ত হয়েছিলেন।

অসমাপ্ত টেস্ট সিরিজ সম্পূর্ণ করার জন্য ইংল্যান্ড পাড়ি জমিয়েছে টিম ইন্ডিয়া।বর্তমানে রোহিত বাহিনী লেস্টারশায়ারের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলছে। তবে এসবের মাঝেই কোভিড আক্রান্ত হয়ে পড়েছেন অধিনায়ক রোহিত শর্মা। শনিবার রাতে করোনা পরীক্ষা করা হয় তাঁর।

রোহিত শর্মা
Daryl Mitchell: ৭৩ বছরের পুরোনো রেকর্ড ভেঙে ইংল্যান্ডের বিরুদ্ধে নতুন কীর্তি ড্যারিল মিচেলের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in