Daryl Mitchell: ৭৩ বছরের পুরোনো রেকর্ড ভেঙে ইংল্যান্ডের বিরুদ্ধে নতুন কীর্তি ড্যারিল মিচেলের

১৯৪৯ সালে মার্টিন ডোনেলি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ৪৬২ রান করেছিলেন। এতদিন পর্যন্ত এটাই ছিলো কিউই ব্যাটার হিসেবে টেস্ট সিরিজে ব্রিটিশদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যাক্তিগত রান।
ড্যারিল মিচেল
ড্যারিল মিচেলছবি সংগৃহীত

নিউজিল্যান্ড হারলেও ব্যাট হাতে রানের ফুলঝুরি ঝরাচ্ছেন ড্যারিল মিচেল। হেডিংলেতে ১০৯ রানের ইনিংস খেলে বিশ্ব ক্রিকেটের ১৭ তম ব্যাটার হিসেবে বিদেশের মাটিতে টানা তিনটি সেঞ্চুরি জুড়লেন ড্যারিল। সেইসঙ্গে দীর্ঘ ৭৩ বছরের পুরোনো রেকর্ড ভেঙে একটি টেস্ট সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান করা কিউই ব্যাটারও হয়ে গিয়েছেন তিনি।

১৯৪৯ সালে মার্টিন ডোনেলি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ৪৬২ রান করেছিলেন। এতদিন পর্যন্ত এটাই ছিলো কিউই ব্যাটার হিসেবে একটি টেস্ট সিরিজে ব্রিটিশদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যাক্তিগত রান। ৭৩ বছরের এই পুরোনো রেকর্ড ভাঙলেন ড্যারিল মিচেল। লর্ডসে প্রথম টেস্টে ১০৮ রানের ইনিংস খেলেছিলেন ড্যারিল। ট্রেন্ট ব্রিজে দ্বিতীয় টেস্টে খেলেন ১৯০ রানের ইনিংস। হেডিংলেতে সেঞ্চুরি করে মাত্র পঞ্চম কিউই ব্যাটার হিসেবে টেস্টে শতরানের হ্যাটট্রিক করার পাশাপাশি ডোনেলিকেও ছাপিয়ে যান তিনি। এখন এই সিরিজে ড্যারিলের রান সংখ্যা দাঁড়িয়েছে ৪৮২* তে। ডোনেলির থেকে ২০ রানে এগিয়ে গিয়েছেন ড্যারিল।

লর্ডস এবং ট্রেন্ট ব্রিজে ড্যারিল শতরান করলেও নিউজিল্যান্ড ম্যাচ জিততে পারেনি। বেন স্টোকসের ইংল্যান্ড ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে। তবে তৃতীয় টেস্টে পাল্লা ভারী দেখাচ্ছে নিউজিল্যান্ডের। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের করা ৩২৯ রানের জবাবে মাত্র ৫৫ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের স্কোর ৬ উইকেটের বিনিময়ে ৯৯ রান। ব্রিটিশদের খাদের কিনারা থেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন জনি বেয়ারিস্টো(৪১*) এবং জেমি ওভার্টন(১৬*)।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in