মোহনবাগানের সঙ্গে পাল্লা দিয়ে দল করতে হবে ইমামিকে - বার্তা ইস্টবেঙ্গল কর্তাদের

বৈঠকে বলা হয়েছে, অর্থ বরাদ্দ করলো কী করলো না, বাজেট হলো কী হলো না সেটা বড় কথা নয়, প্রতিবেশী ক্লাবের সঙ্গে সামঞ্জস্য রেখে যেন দল তৈরি করা হয়।
ইস্টবেঙ্গল ক্লাব
ইস্টবেঙ্গল ক্লাবফাইল ছবি

ক্লাবের সম্মান ও ইতিহাস মনে রেখে যেন নতুন মরসুমে দল গঠন করেন ইমামি কর্তারা। ইমামি কর্তাদের চিঠি পাঠিয়ে আবেদন করতে চলেছে ইস্টবেঙ্গল ক্লাব। এই সিদ্ধান্ত হয়েছে কর্মসমিতির বৈঠকে।

বৈঠকে বলা হয়েছে, অর্থ বরাদ্দ করলো কী করলো না, বাজেট হলো কী হলো না সেটা বড় কথা নয়, প্রতিবেশী ক্লাবের সঙ্গে সামঞ্জস্য রেখে যেন দল তৈরি করা হয়। এই আবেদনই করবেন ইস্টবেঙ্গল কর্তারা।

এছাড়া আগামী ১৩ মে ইস্টবেঙ্গল ক্লাবের সলমান খানের অনুষ্ঠান নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। জানা যাচ্ছে, ক্লাবের সদস্য, কর্মকর্তা প্রাক্তন খেলোয়াড়রা একটি জায়গায় বসেই অনুষ্ঠান দেখবেন। যেহেতু সলমানের অনুষ্ঠানের টিকিটের চাহিদা তুঙ্গে সেই কারণে ১টি'র বেশি টিকিট কেউ ব্যবহার করতে পারবেন না।

তবে এখনও সদস্য সমর্থকদের জন্য ২৫ শতাংশ ছাড়ে ক্লাবে সলমানের অনুষ্ঠানের টিকিট পাওয়া যাচ্ছে। ১৩ তারিখের অনুষ্ঠানের জন্য সালমান খান শুভেচ্ছা বার্তাও পাঠিয়েছেন ইস্টবেঙ্গল ক্লাবকে। অধীর আগ্রহে রয়েছেন লাল-হলুদ সমর্থকরা। সকলেই কাছ থেকে আকবার বলিউডের ভাইজানকে দেখতে চাইছেন। ক্লাব তাঁবুর পাশাপাশি অনুষ্ঠান মঞ্চের নিরাপত্তার দিকেও জোর দেওয়া হচ্ছে। অনুষ্ঠানের দিন যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় সেদিকে বেশি করে নজর দিচ্ছেন ক্লাব কর্তৃপক্ষ।

ইস্টবেঙ্গল ক্লাব
সুব্রত ভট্টাচাৰ্য, সুধীর কর্মকারদের পেছনে ফেলে বাংলা ফুটবলের মুখ হয়ে কী বললেন নবি?

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in