CFL: 'কলকাতা লিগ চ্যাম্পিয়ন হবে ইস্টবেঙ্গল' - আশাবাদী কোচ বিনো জর্জ

সোমবার বিনো জর্জ জানান, ইস্টবেঙ্গল এখন আমার পরিবার হয়ে গিয়েছে। আমরা আশা করছি গতবারের থেকে এবার আমরা ভালো পারফরম্যান্স করব। এবারও ক্লাব আমায় দায়িত্ব দিয়েছে লিগের। সেই জন্য কৃতজ্ঞ।
বিনো জর্জ
বিনো জর্জগ্রাফিক্স - সুমিত্রা নন্দন

শেষবার ২০১৭ তারপর আর কলকাতা লিগ আসেনি ইস্টবেঙ্গল ক্লাবে। এবার কি আসবে ঘরোয়া লিগ? বিদেশিহীন কলকাতা লিগে ট্রফি জয়ের বিষয়ে আশাবাদী ইস্টবেঙ্গলের কলকাতা লিগের কোচ বিনো জর্জ

সোমবার বিনো জর্জ জানান, 'ইস্টবেঙ্গল এখন আমার পরিবার হয়ে গিয়েছে। আমরা আশা করছি গতবারের থেকে এবার আমরা ভালো পারফরম্যান্স করব। এবারও ক্লাব আমায় দায়িত্ব দিয়েছে লিগের। সেই জন্য কৃতজ্ঞ। ভালো লাগছে ইস্টবেঙ্গলের দায়িত্ব পেয়ে। আমি বিশ্বাস করি, এই দল চ্যাম্পিয়ন হবে। সেই ভাবেই দল গঠন করা হয়েছে। তরুণ ফুটবলারদের প্রতিভা নিয়ে কোনও কিছু বলার নেই। আমরা কঠোর অনুশীলনের মাধ্যমে দলকে তৈরি করছি। সবাই সেরাটা দিতে প্রস্তুত। এবার চ্যাম্পিয়ন হয়ে সমর্থকদের মুখে হাসি ফোটাতে চাই।'

গতবার যদিও বিনোর কোচিংয়ে কলকাতা লিগে ভালো ফলাফল করেনি ইস্টবেঙ্গল। একটাও ম্যাচে জিততে পারেনি লাল হলুদ ব্রিগেড। মোহনবাগানের মতো ইস্টবেঙ্গলও লিগে ইয়ুথ দল নামাবে। কলকাতা প্রিমিয়র ডিভিশনে দুটি গ্রুপ করা হয়েছে। চলতি মাসে অবশ্য তিন প্রধানের কোনও ম্যাচ নেই। লিগের প্রথম দিন একটিই ম্যাচ। দ্বিতীয় দিন অর্থাৎ ২৮ জুন তিনটি ম্যাচ রয়েছে। কল্যাণী স্টেডিয়ামে মুখোমুখি হবে পিয়ারলেস ও ক্যালকাটা ফুটবল ক্লাব। রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে কালিঘাট এমএস বনাম এফসিআই এবং দমদম সুরের মাঠে ডালহৌসি ক্লাব নামছে টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে।

তিন প্রধানের মধ্যে প্রথম নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। ৫ জুলাই নৈহাটি স্টেডিয়ামে মুখোমুখি হবে মোহনবাগান ও পাঠচক্র। পরদিন মহমেডান মাঠে অভিযান শুরু করছে সাদা কালো ব্রিগেড। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ ইউনাইটেড স্পোর্টস ক্লাব। ইস্টবেঙ্গল নামছে ১০ জুলাই। নিজেদের মাঠে তাদের প্রথম প্রতিপক্ষ পশ্চিমবঙ্গ পুলিশ।

বিনো জর্জ
শাসক দলের নেতারা ফুটবল বোঝেন না, বাম আমলে এতো হস্তক্ষেপ হত না, বিস্ফোরক সুব্রত ভট্টাচাৰ্য
বিনো জর্জ
ক্রাউড ফান্ডিংয়ের লক্ষ লক্ষ টাকা ইনভেস্টরের হাতে তুলে দেবেন ইস্টবেঙ্গল কর্তারা!

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in