East Bengal: ভুটানি 'রোনাল্ডো' কে দলে চাইছে ইস্টবেঙ্গল

People's Reporter: শোনা যাচ্ছে প্রতিবেশী দেশ ভুটানের ফুটবলার চেঞ্চো জেলসেনকে চাইছে ইস্টবেঙ্গল। তাঁকে 'ভুটানের রোনাল্ডো' বলা হয়। লেফট্ উইঙ্গার পজিশনে খেলেন তিনি।
চেঞ্চো জেলসেন
চেঞ্চো জেলসেনছবি - সংগৃহীত

গত মরসুমে সুপার কাপ জিতলেও আইএসএলে মোটেও ভালো পারফরমেন্স করতে পারেনি ইস্টবেঙ্গল। ৯ নম্বরে টুর্নামেন্ট শেষ করেছে শতবর্ষপ্রাচীন ক্লাব। আগামী মরসুম শুরুর আগে শক্তিশালী দলগঠন করতে চাইছে টিম কুয়াদ্রাত।

মাদিহ তালাল, ডেভিড লালহানসাঙ্গার মতো খেলোয়াড়দের ইতিমধ্যেই চূড়ান্ত করে ফেলেছে ইস্টবেঙ্গল। তাছাড়া দিয়ামানট্যাকোসকে নেওয়ার দৌড়েও রয়েছে তারা। একইসঙ্গে শোনা যাচ্ছে প্রতিবেশী দেশ ভুটানের ফুটবলার চেঞ্চো জেলসেনকে চাইছে ইস্টবেঙ্গল। তাঁকে 'ভুটানের রোনাল্ডো' বলা হয়। লেফট্ উইঙ্গার পজিশনে খেলেন তিনি। এই ফুটবলারের বর্তমান মার্কেট ভ্যালু ১.৬ কোটি টাকা। চেঞ্চো ছাড়াও নেপালের অনন্ত তামাংকেও নাকি দলে নিতে চায় ইস্টবেঙ্গল। সেন্টার ব্যাক পজিশনে খেলেন তিনি।

আজই ক্লাবের বৈঠকে দলগঠন নিয়ে আলোচনা হবে। ইমামি বাজেট বাড়াতে প্রস্তুত। ভারতীয় তারকাদের মধ্যে নন্দকুমার, মহেশ, সায়ন, বিষ্ণু, আমনদের সঙ্গে ইস্টবেঙ্গলের দীর্ঘমেয়াদী চুক্তি রয়েছে। জাতীয় টিমের বেশ কিছু ফুটবলারকেই টার্গেট করেছে ক্লাব। প্রয়োজনে বড় অঙ্কের ট্রান্সফার ফি দিতেও সমস্যা নেই লাল হলুদ কর্তৃপক্ষের। এছাড়া মহামেডান থেকে টিম ডেভিড এসেছেন ইস্টবেঙ্গলে।

গোলকিপার দেবজিৎ মজুমদার, প্রভাত লাকরাদের নেওয়া হয়েছে আগামী মরসুমের জন্য। ফরাসি মিডফিল্ডার মাদিহ তালাল, যিনি পঞ্জাবের হয়ে এই আইএসএলে সবচেয়ে বেশি গোল করিয়েছেন, তাঁকে নেওয়া হয়েছে টিমে।

চেঞ্চো জেলসেন
IPL 2024: প্রথম ভারতীয় হিসেবে টি-২০ ফরম্যাটে নজির যুজবেন্দ্র চাহালের!
চেঞ্চো জেলসেন
UEFA Champions League: চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ডর্টমুন্ড! দাপট দেখিয়েও ঘরের মাঠে হার PSG-র

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in