ইষ্টবেঙ্গল ক্লাব
ইষ্টবেঙ্গল ক্লাব ছবি - ইষ্টবেঙ্গল ক্লাবের সৌজন্যে

East Bengal: দক্ষিণের 'দিমি'-কে নিতে মরিয়া ইস্টবেঙ্গল!

People's Reporter: কেরালা ব্লাস্টার্সের স্ট্রাইকার দিমিত্রিয়স দিয়ামানতাকসকে দলে নিতে চাইছে লাল-হলুদ। কেরালা এই ফুটবলারের সঙ্গে আর চুক্তির মেয়াদ বাড়াতে চায় না। সেই সুযোগকে কাজে লাগাতে চাইছে ইস্টবেঙ্গল।
Published on

সুপার কাপ জিতলেও আইএসএলে একদম ভালো পারফরমেন্স হয়নি ইস্টবেঙ্গলের। পরবর্তী মরসুম এবং এএফসি কাপের জন্য ভালো দল করতে মরিয়া লাল হলুদ ব্রিগেড। সেই কারণে কেরালা ব্লাস্টার্সের স্ট্রাইকার দিমিত্রিয়স দিয়ামানতাকসকে দলে নিতে চাইছে ইস্টবেঙ্গল।

কেরালা এই ফুটবলারের সঙ্গে আর চুক্তির মেয়াদ বাড়াতে চায় না। তাই কিছু দিনের মধ্যেই ফ্রি ফুটবলার হয়ে যাবেন দিমি। চলতি আইএসএল'এ ১৫টি ম্যাচ খেলে ১২টি গোল এবং ৩টি অ্যাসিস্ট রয়েছে তাঁর। তবুও গ্রিক স্ট্রাইকারকে ছাড়ছে কেরালা। আর সেই সুযোগ কাজে লাগাতে চায় ইস্টবেঙ্গল। সূত্রের খবর তাঁকে দুই বছরের চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে লাল হলুদের তরফ থেকে।

অন্যদিকে মাঝমাঠ শক্তি বাড়াতে ফরাসি মিডফিল্ডার মাদিহ টালালকেও নিতে চাইছে ইস্টবেঙ্গল। ২৭ বছর বয়সী এই ফুটবলার পঞ্জাব এফসি'র হয়ে খেলেন। কিছু দিনের মধ্যেই ফ্রি হয়ে যাবেন।

ফলে এই দুই ফলা পেলে ইস্টবেঙ্গল যে উপকৃত হবে সেটা বলাই বাহুল্য। ইতিমধ্যেই ইস্টবেঙ্গল কর্তারা ক্রাউড ফান্ডিং থেকে টাকা তুলে ইনভেস্টর ইমামির হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করেছেন। ভালো বাজেটের দল হবে আশা করছে ইমামিও।

ইষ্টবেঙ্গল ক্লাব
FIFA World Cup Qualifier: এগিয়ে থেকেও আফগানিস্তান ম্যাচে হার, স্টিমাচের বিরুদ্ধে 'গো ব্যাক' স্লোগান
ইষ্টবেঙ্গল ক্লাব
Euro Cup: ইউরোর ইতিহাসে নজির জর্জিয়ার, যোগ্যতা অর্জন পোল্যান্ড-ইউক্রেনেরও

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in