
আসন্ন মরসুমের জন্য প্রায় প্রত্যেকদিন নতুন নতুন ফুটবলার সই করিয়ে চলেছে ইস্টবেঙ্গল। এবার ২ স্প্যানিশ ফুটবলার জাভিয়ের সেভিয়েরো এবং সাউল ক্রেসপোকে সই করালো লাল হলুদ ব্রিগেড।
বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল ইস্টবেঙ্গলে সই করতে চলেছেন সেভিয়েরো এবং ক্রেসপো। অবশেষে জোড়া স্প্যানিশ তারকাকে সই করালেন ইস্টবেঙ্গল কর্তারা। এরআগে আগে নন্দ কুমার, নিসু কুমার, বোরহা হেরেরাকে সই করিয়েছে ইস্টবেঙ্গল। লাল-হলুদে যোগ দিয়ে সেভিয়েরো বলেন, "শতাব্দী প্রাচীন ক্লাবে যোগ দিতে পেরে আমি খুব খুশি। ভারত খুব সুন্দর দেশ, এই দলের হয়ে আইএসএল খেলার জন্য মুখিয়ে রয়েছি। কার্লোস কুয়াদ্রাতের সঙ্গে দ্রুত কাজ শুরু করে দিতে চাই। আমি সল্টলেক স্টেডিয়ামে ইস্টবেঙ্গল সমর্থকদের ভিড় দেখেছি। সেই স্বাদ পাওয়ার অপেক্ষায় রইলাম। জয় ইস্টবেঙ্গল।"
সাউল ক্রেসপো বললেন, "যখন আমি জানতে পারি, যে ইস্টবেঙ্গল আমাকে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে, তখন থেকেই আমি উৎসাহিত। ভারতের অন্যতম সেরা ক্লাব ইস্টবেঙ্গল। আমি গতবছরের কলকাতা ডার্বি দেখেছি। এই ক্লাবের সমর্থকরা দারুণ। দ্রুত কাজ শুরু করতে চাই।"
অন্যদিকে লাল হলুদ কোচ কুয়াদ্রাত জানান, 'গত কয়েকবছরে ফিনিশ করার ক্ষমতায় সেভিয়েরো অন্যতম সেরা ছিল। ক্রেসপোও মিডফিল্ড অসাধারণ সামলান। আশা করি দল উপকৃত হবে।'
গত তিনটে আইএসএল মরসুমে ইস্টবেঙ্গল শুধুই ব্যর্থতা দেখেছে। ভারতীয় ফুটবলার জেরি লালরিনজুয়ালা, সেম্বয় হাওকিপ, সুমিত পাসি, শুভম সেন, নবীন কুমার, অমরজিৎ সিং কিয়াম ও হীমাংশু জাঙরা এবং বিদেশি ফুটবলার অ্যালেক্স লিমা, চ্যারিস কিরিয়াকু, জেক জার্ভিস ও জর্ডন ও’ডোহার্টিকে দলে রাখছে না তারা। অর্থাৎ, আগামী মরশুমের জন্য প্রায় নতুন দল গঠন করতে চলেছে লাল-হলুদ ব্রিগেড।
GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন