ছোট থেকে যে ইস্টবেঙ্গলকে চিনতাম সেটা হারিয়ে যাচ্ছে, উদ্বেগ ক্রীড়ামন্ত্রীর

প্রাক্তন ফুটবলাররাও ক্রীড়ামন্ত্রীর সঙ্গে একমত হন। তাঁরাও বলেন সাফল্য পেতে গেলে বড় বাজেটের দল করতে হবে ইনভেস্টর ইমামিকে।
ইস্টবেঙ্গলকে নিয়ে উদ্বেগ প্রকাশ অরূপ বিশ্বাস
ইস্টবেঙ্গলকে নিয়ে উদ্বেগ প্রকাশ অরূপ বিশ্বাসছবি - সংগৃহীত
Published on

ইস্টবেঙ্গল ক্লাব আর ইনভেস্টর ইমামি গোষ্ঠীর মধ্যে বড় বাজেটের দল করা নিয়ে মনোমালিন্য তুঙ্গে। বারবার লাল হলুদ কর্তারা অভিযোগ করেছেন, মোহনবাগান বা বাকি আইএসএল টিমের মত ইমামি বড় বাজেটের দল করছে না। সেই কারণে ক্লাবের সাফল্য আসছে না। এবার ইস্টবেঙ্গল কর্তাদের হয়েই ব্যাট ধরলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।

রবিবার অরূপ বিশ্বাস ইস্টবেঙ্গল ক্লাবের বার কাম রেস্টুরেন্ট উদ্বোধন করতে এসে জানান, 'আমরা ছোট থেকে যে ইস্টবেঙ্গলকে চিনতাম সেটা হারিয়ে যাচ্ছে। ফিরে আসার চেষ্টা করছেন কর্তারা। অন‍্য ক্লাব যেভাবে ফুটবল টিমের জন‍্য খরচ করছে সেই ভাবে ইস্টবেঙ্গলের স্পনসররাও ভাল দল গড়ে সাফল‍্য নিয়ে আসুক। ইস্টবেঙ্গলের অতীতকে মাথায় রেখে স্পনসর ভাল দল গড়ুক, চ‍্যাম্পিয়ন হওয়ার মতো দল তৈরি করুক। ইস্টবেঙ্গলের স্পনসরদের কাছে বিষয়টা ভেবে দেখার অনুরোধ করছি'।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার সমরেশ চৌধুরী, অমিত ভদ্র, প্রশান্ত ব‍্যানার্জি, বিকাশ পাঁজি, মনোজিৎ দাস, নাজিমূল হক, ষষ্ঠী দুলে, স্বরূপ দাস,দুলাল বিশ্বাস, প্রশান্ত চক্রবর্তী, ত্রিজিৎ দাস।

প্রাক্তন ফুটবলাররাও ক্রীড়ামন্ত্রীর সঙ্গে একমত হন। তাঁরাও বলেন সাফল্য পেতে গেলে বড় বাজেটের দল করতে হবে ইনভেস্টর ইমামিকে। গত ৩ বছর সাফল্য আসেনি ক্লাবের ফুটবলে। এবার কী হয় সেদিকেই নজর সকলের।

ইস্টবেঙ্গলকে নিয়ে উদ্বেগ প্রকাশ অরূপ বিশ্বাস
খারাপ খবর লাল-হলুদ সমর্থকদের জন্য, বাঙালি মিডফিল্ডার ঋত্বিক দাসও হাতছাড়া ইস্টবেঙ্গলের!
ইস্টবেঙ্গলকে নিয়ে উদ্বেগ প্রকাশ অরূপ বিশ্বাস
Copa del Rey: রদ্রিগোর জোড়া গোল, ৯ বছর পর ফের কোপা দেল'রে জিতলো রিয়াল মাদ্রিদ

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in