East Bengal FC: কেরালা থেকে নিশু কুমারকে দলে নিল ইস্টবেঙ্গল

নিশু বলেন, "এটা আমার কাছে গর্বের বিষয়। ইস্টবেঙ্গলের মতো ঐতিহ্যশালী ক্লাবে যোগ দিতে পেরে আমি খুশি। এই ক্লাবের সমর্থক প্রচুর। যা আমাদের বাড়তি উৎসাহ দেবে।"
নিশু কুমার
নিশু কুমারছবি - নিশু কুমারের ফেসবুক পেজ

আগামী মরসুমের জন্য দলগঠন খুব ভালো ভাবেই শুরু করেছে ইস্টবেঙ্গল। গত বছরের স্কোয়াড থেকে ব্রাজিলিয়ান তারকা ক্লেটন সিলভা, নাওরেম মহেশ সিং ও মোবাশিরকে আগেই চূড়ান্ত করেছিল দল। তারপরে নতুন করে দল গঠনে হাত দেয় ইস্টবেঙ্গল।

কেরালা ব্লাস্টার্সের হয়ে খেলতেন নিশু কুমার। এক বছরের জন্য লোনে নেওয়া হয়েছে তাঁকে। নিসুকে দলে নিয়ে খুশি ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী সংস্থা। ইস্টবেঙ্গলের সদস্য হতে পেরে খুশি এই তরুণ ডিফেন্ডারও। তিনি বলেন, "এটা আমার কাছে গর্বের বিষয়। ইস্টবেঙ্গলের মতো ঐতিহ্যশালী ক্লাবে যোগ দিতে পেরে আমি খুশি। এই ক্লাবের সমর্থক প্রচুর। যা আমাদের বাড়তি উৎসাহ দেবে।"

ইস্টবেঙ্গলের নতুন কোচ কার্লোস কুয়াদ্রাতের সঙ্গে আগেও কাজ করেছেন নিসু। এই প্রসঙ্গে তিনি বলেন, "আমি আবার কোচ কার্লোসের সঙ্গে যুক্ত হতে পেরে আনন্দিত। বেঙ্গালুরুতে থাকাকালীন আমায় প্রচুর সাহায্য করেছিলেন উনি। আমি প্রত্যেকটা ম্যাচে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব।"

ইমামি কর্তা দেবব্রত মুখোপাধ্যায় জানান, ওকে পেয়ে আমাদের দল আরও শক্তিশালী হবে। ওর পারফরমেন্সের জন্যই আমরা ওকে দলে নিয়েছি। কোচ কুয়াদ্রাতও পুরনো ছাত্র নিশুর আগমনের খবরে খুশি। বলেন, "নিশু খুবই প্রতিভাবান ও পরিশ্রমী খেলোয়াড়। আইএসএলে খেলার যথেষ্ট অভিজ্ঞতা ওর রয়েছে। ২০১৯-এ চ্যাম্পিয়ন হয়েছে, ২০২২-এ ফাইনাল খেলেছে। আমার প্রশিক্ষণে ক্লাবে খেলার সময়ই ও ভারতীয় দলে ডাক পায়। মাঠে ও সবসময় নিজের সেরাটা দেওয়ারই চেষ্টা করে”।

কুয়াদ্রাতের তত্ত্বাবধানে নিশু বেঙ্গালুরু এফসি-র সঙ্গে ২০১৭-র ফেডারেশন কাপ ও ২০১৮-র সুপার কাপও জেতে। এবার প্রাক্তন ও প্রিয় ছাত্রকে নিয়ে তিনি ফের সাফল্য আনতে পারেন কি না, সেটাই দেখার। শেষ ১৭টি ম্যাচে ১২টি গোলমুখী পাস বাড়িয়েছেন নিশু। পাশাপাশি ২২টি ক্লিয়ারেন্স ১৫টি সফল ট্যাকল এবং ১টি অ্যাসিস্ট করেছেন বছর ২৫-র এই ডিফেন্ডার। গত মরসুমে কেরালার হয়ে প্রতি ম্যাচেই খেলেছেন নিসু।

নিশু কুমার
ইস্টবেঙ্গলকে অভিনব সম্মান বার্সেলোনার! উচ্ছ্বসিত সমর্থকরা

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in