ইস্টবেঙ্গলকে অভিনব সম্মান বার্সেলোনার! উচ্ছ্বসিত সমর্থকরা

সোশ্যাল মিডিয়ায় বার্সেলোনার পোস্ট করা একটি রিলসের মধ্যে খুঁজে পাওয়া গেল ইস্টবেঙ্গল ক্লাবের লাল হলুদ লোগো।
বিভিন্ন ক্লাবের পাশে ইস্টবেঙ্গলের লোগো
বিভিন্ন ক্লাবের পাশে ইস্টবেঙ্গলের লোগোগ্রাফিক্স - সুমিত্রা নন্দন

বহুবার নানা জায়গা থেকে ইস্টবেঙ্গল ক্লাব সম্মানিত হয়েছে। কিন্তু এবারেরটা একদমই আলাদা। বার্সেলোনা ক্লাবের তরফ থেকে ইস্টবেঙ্গলকে অভিনব সম্মান দেওয়া হল।

সোশ্যাল মিডিয়ায় বার্সেলোনার পোস্ট করা একটি রিলসের মধ্যে খুঁজে পাওয়া গেল ইস্টবেঙ্গল ক্লাবের লাল হলুদ লোগো। রিলসে ইস্টবেঙ্গলের লোগোর কার্ড এমন একটা জায়গায় রয়েছে যার আশেপাশে ইউরোপের সমস্ত বিখ্যাত ফুটবল ক্লাবগুলি আছে। রয়েছে ম্যানচেস্টার সিটি, চেলসি, বায়ার্ন মিউনিখ, বরুশিয়া ডর্টমুন্ডের মতো ক্লাবগুলি। ইউরোপীয়ান জায়ান্টসদের মাঝে নিজেদের পেয়ে আনন্দিত ইস্টবেঙ্গল সমর্থকরা।সোশ্যাল মিডিয়ায় নিজেদের আবেগ তুলে ধরলেন লাল হলুদ সমর্থকরা।

গত কয়েক বছরে ক্লাবের ব্যর্থতায় মন ভালো ছিল না সমর্থকদের। এই খবর খানিকটা খুশি এনে দিল তাঁদের মধ্যে। গত ৩ বার আইএসএলে নেমে ব্যর্থ হয় শতবর্ষ প্রাচীন ক্লাব। এবার তারা ভালো ফল করতে মরিয়া। দলগঠনে শুরু থেকেই জোর দিয়েছে ক্লাব।

কয়েকদিন আগেই গত মরশুমের এক ঝাঁক ফুটবলারকে ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করে ইস্টবেঙ্গল। একঝাঁক ভারতীয় ফুটবলার জেরি লালরিনজুয়ালা, সেম্বয় হাওকিপ, সুমিত পাসি, শুভম সেন, নবীন কুমার, অমরজিৎ সিং কিয়াম ও হীমাংশু জাঙরা এবং বিদেশি ফুটবলার অ্যালেক্স লিমা, চ্যারিস কিরিয়াকু, জেক জার্ভিস ও জর্ডন ও’ডোহার্টিকে তারা আগামী বছর দলে না রাখার সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়। অর্থাৎ, আগামী মরশুমের জন্য প্রায় নতুন দল গঠন করতে চলেছে ইস্টবেঙ্গল।

বিভিন্ন ক্লাবের পাশে ইস্টবেঙ্গলের লোগো
শেষ হচ্ছে গ্লেজার পরিবারের ১৮ বছরের পথ চলা, ম্যান ইউনাইটেড পাচ্ছে নতুন মালিক!

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in