
শুধু কোচ গঠন করেই থেমে নেই ইস্টবেঙ্গল। সদ্য সুপার কাপ জেতা ওড়িশা এফসির নন্দকুমারকে দলে নিয়েছে শতবর্ষ প্রাচীন ক্লাব। নন্দকুমার গত মরসুমে আইএসএল ও সুপার কাপ মিলিয়ে ১০ গোল করেন।
নন্দকুমার মূলত উইংয়ে খেলেন। তবে স্ট্রাইকারেও খেলতে পারেন তিনি। তিনি আর মহেশ সিং জুটি বাঁধলে লাল হলুদে গোল করায় সাফল্য আসবে সেটা বলাই যায়। আইএসএলে প্রবেশের পর থেকেই ইস্টবেঙ্গল ফর্মের অভাবে ভুগছে। অভিষেক মরশুমে তারা ছিল লিগ টেবলের নয় নম্বরে। গত মরশুমে তারা ছিল সর্বশেষ স্থানে, ১১-য় এবং এ বার ফের সেই নয়ে। এখনও পর্যন্ত এর ওপরে উঠতে পারেনি লাল-হলুদ শিবির।
তবে এবারের পারফরম্যান্স থেকে একটাই আশার আলো দেখেছে তারা। আগের চেয়ে উন্নত হয়েছে লাল-হলুদ ব্রিগেডের পারফরম্যান্স। গতবার সারা লিগে তারা একটিমাত্র ম্যাচ জিতেছিল। এ বার ছ’টি ম্যাচ জেতে, যা গত দুই মরশুমে মোট জয়ের চেয়েও বেশি। এই জায়গা থেকে দলকে কীভাবে আরও ওপর দিকে নিয়ে যাওয়া যায় সেই জন্য নতুন কোচ কুয়াদ্রাতকে নিয়োগও করেছে ক্লাব। পরের সপ্তাহেই চলে আসার কথা লাল হলুদের নতুন কোচের।
কোচ নিযুক্ত হওয়ার পর তিনি বলেন, 'আমি খুব গর্বিত ইস্টবেঙ্গলের মতো ক্লাবের সঙ্গে আগামী ২ বছর থাকতে পারবো ভেবে। এই ক্লাবের ভারতীয় ফুটবলে একটা ইতিহাস আছে। ক্লাবকে ট্রফি দেওয়াই লক্ষ্য আমার। আমি ভারতে আসতে মুখিয়ে। এখানে অনেক ভালো সময় কাটিয়েছি। আশা করছি সমর্থকরা লাল হলুদকে সমর্থনে ভরিয়ে দেবে।'
GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন