ISL 2023-24: জামশেদপুর ম্যাচের ভুল হায়দরাবাদের বিরুদ্ধে করতে চায় না ইস্টবেঙ্গল

People's Reporter: ইস্টবেঙ্গল কোচ বলেন, "আমরা কোন কৌশলে খেলবো তা আমাদেরই ঠিক করতে হবে। প্রয়োজন অনুযায়ী প্ল্যান বদলাতে হয়। তবে আমরা যে রকম খেলছি, তাতে আমি খুশি।
ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত
ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাতছবি - ইস্টবেঙ্গলের ফেসবুক পেজ

ইন্ডিয়ান সুপার লিগে প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করতে না পারলেও সমর্থকদের হতাশ করেনি ইস্টবেঙ্গল। জামশেদপুর এফসি-র বিরুদ্ধে ম্যাচ গোলশূন্য ড্র রেখে মাঠ ছাড়ে তারা। তবে সেই একই ভুল করতে চান না লাল-হলুদ কোচ কার্লেস কুয়াদ্রাত।

শনিবার হায়দরাবাদের বিরুদ্ধে মাঠে নামছে ইস্টবেঙ্গল। ম্যাচের আগে ইস্টবেঙ্গল কোচ বলেন, "আমরা কোন কৌশলে খেলবো তা আমাদেরই ঠিক করতে হবে। প্রয়োজন অনুযায়ী প্ল্যান বদলাতে হয়। তবে আমরা যে রকম খেলছি, তাতে আমি খুশি। মন্দার, মহেশ, নন্দ-রা দু দিক থেকে বল নিয়ে উঠছে, ক্রস দিচ্ছে। সেই জন্য আমরা প্রচুর সুযোগও তৈরি করছি। আইএসএলে সব প্রতিপক্ষই কঠিন। কিন্তু আমরা জেতার প্রস্তুতি নিয়েই মাঠে নামবো"।

গত ম্যাচে ইস্টবেঙ্গল যে টানা ৯০ মিনিট একই ছন্দে খেলেছে, তা নয়। পারফরম্যান্সের গ্রাফ ওঠানামা করেছিল। তা স্বীকার করে কোচ বলেন, "আমরা গত ম্যাচের ভিডিও দেখেছি। প্রথমার্ধের শেষ ১৫ মিনিট আমরা দুর্দান্ত খেলেছি। অনেকগুলো সুযোগ তৈরি করেছি। দ্বিতীয়ার্ধের শুরুতেই আমাদের একটা পেনাল্টি পাওয়ার কথা ছিল। পেনাল্টি থেকে আমরা গোল পেলে পরিস্থিতি সম্পূর্ণ বদলে যেত। আসলে সুযোগ কাজে লাগাতে হবে আমাদের। যেটা সত্যিই আমরা পারছি না। তবে গোলের প্রচুর সুযোগ তৈরি করতে পারাটা অবশ্যই ইতিবাচক ব্যাপার"।

দলের খেলার স্টাইলও যথেষ্ট আকর্ষণীয় বলে দাবি করেন তিনি। কুয়াদ্রাত বলেন, "আমরা যে স্টাইলে খেলছি, সেটা কম আকর্ষণীয় নয়। আমরা আক্রমণে উঠছি, গোলের সুযোগ তৈরি করছি। অনেকে মিলে প্রতিপক্ষের বক্সে ঢুকছি। ডুরান্ড কাপে আমরা সমর্থকদের যথেষ্ট আনন্দ দিয়েছিলাম। আইএসএলের প্রথম ম্যাচেও ভাল খেলেছি"।

ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত
CFL: স্বপ্ন শেষ ইস্টবেঙ্গলের, মোহনবাগানকে হারিয়ে কলকাতা লিগ জয়ের হ্যাটট্রিক মহামেডানের
ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত
Cricket World Cup 2023: বিশ্বকাপের প্রথম ম্যাচেই পাওয়া যাবে না এই তারকা অধিনায়ককে!

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in