বহুদিন পরে কলকাতা ডার্বিতে এগিয়ে থেকে শুরু করছে ইস্টবেঙ্গল। মোহনবাগান দলে অনেক ফুটবলার ভারতীয় দলের সঙ্গে এশিয়ান কাপে থাকায় নেই। ফলে অনেকেই এগিয়ে রাখছে ইস্টবেঙ্গলকে। আর ডার্বি অভিষেকেই গত ডুরান্ড ডার্বিতে দলকে জিতিয়ে সকলের নয়নের মণি হয়েছেন লাল হলুদের স্প্যানিশ কোচ কার্লস কুয়াদ্রাত।
শুক্রবার কলিঙ্গ স্টেডিয়ামে ডার্বি ড্র করলেও সুপার কাপের সেমিফাইনালে গোল পার্থক্যর বিচারে চলে যাবে ইস্টবেঙ্গল। তবে কুয়াদ্রাত জয় ছাড়া কিছুই ভাবছেন না। লাল হলুদের স্প্যানিশ কোচ বলেন, "আমাদের ম্যাচটা খেলে জিততে হবে। ফুটবলে অনেক রকম পরিস্থিতি হয়। নিজেদের ফোকাস ধরে রাখতে হবে। সব বিভাগে সংগঠিত হতে হবে। কোনও কিছুই বদলায়নি। পরিস্থিতি একই আছে। একই মনোভাব নিয়ে প্লেয়াররা মাঠে নামবে। ড্রয়ের জন্য মাঠে নামলে হারার সম্ভাবনা থাকে। তাই আমরা জেতার জন্যই নামব।"
তিনি আরও বলেন, "সুপার কাপের ডার্বির পরিস্থিতি আলাদা। এই মরশুমে এখনও পর্যন্ত দুটো ডার্বি হয়েছে। তারমধ্যে প্রথমবার আন্ডারডগ থেকেও আমরা জিতেছি। পরেরবার ওরা জিতেছে। তাই পরিস্থিতি ড্র। যারা প্রথম গোল করবে, তাঁদের কিছুটা অ্যাডভান্টেজ থাকবে। তবে ডার্বি সবসময় স্পেশাল। আমিও ফুটবলের শহর থেকে এসেছি। বার্সেলোনাতেও ডার্বি স্পেশাল। সমর্থকরা গুরুত্বপুর্ণ ভূমিকা নেয়। ওদের প্যাশন অনেক কিছু বদলে দিতে পারে।"
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন