

সেই কবে পিকে ব্যানার্জী বলে গেছেন 'ডাঁটা চচ্চড়ির মশলা দিয়ে বিরিয়ানি রান্না হয় না', সেই কথাটা হয়তো ডার্বির দিন ডাগআউটে বসেই বুঝতে পেরেছেন ইস্টবেঙ্গলের নতুন কোচ অস্কার ব্রুজোন। ডার্বির দিন ভোরেই এসে ডাগআউটে। ফল যা হওয়ার তাই হলো। ডার্বি ২-০ গোলে হারলো ইস্টবেঙ্গল। আর তারপরের দিনই নয়া ফিটনেস কোচ জেভিয়ার স্যাঞ্চেজকে নিয়ে ইস্টবেঙ্গল মাঠে ফিটনেস অনুশীলন করালেন তিনি।
অনুশীলন শেষের পরই টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনায় বসেন অস্কার। ফুটবলারদের ফিটনেস লেভেল নিয়ে খুশি নন অস্কার। কিছু দেশী আর বিদেশী ফুটবলারদের বদল চাইছেন লাল হলুদ কোচ। যদিও সেটা জানুয়ারি মাসের ট্রান্সফার উইন্ডোর আগে কোনোভাবেই সম্ভব নয়।
এবার কলিঙ্গ স্টেডিয়ামে ওড়িশার এফসির বিরুদ্ধে খেলতে যাবে ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলের নতুন কোচ অস্কার জানান, 'আমরা অবশ্যই সেরা ছয়ের মধ্যে শেষ করতে পারি। আমাদের লুকনোর কিছু নেই। ক্লাবের লক্ষ্য ছিল সেরা তিনে শেষ করা। দলের ওপর আমার পুরো আস্থা আছে। এমন কিছু বিষয় আছে, যেখানে আমরা উন্নতি করতে চাই। আমাদের একটু সময় দিন এবং আমি নিশ্চিত যে সবকিছুই ঠিক হয়ে যাবে।
তিনি আরও বলেন, "মানসিকভাবে আমাদের উন্নতি করতে হবে। আমাদের সমাধান খুঁজে বের করতে হবে। এএফসি চ্যালেঞ্জ কাপের পরে আমাদের ১৫ দিনের প্রস্তুতির সময় থাকবে। তারপরে ইস্টবেঙ্গলের আসল চেহারা দেখতে পাবেন"।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন