অস্কার ব্রুজোন
অস্কার ব্রুজোনছবি - সংগৃহীত

East Bengal: দল নিয়ে খুশি নন অস্কার, একাধিক বদল চান ইস্টবেঙ্গল কোচ

People's Reporter: অনুশীলন শেষের পরই টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনায় বসেন অস্কার। ফুটবলারদের ফিটনেস লেভেল নিয়ে খুশি নন তিনি। কিছু দেশী আর বিদেশী ফুটবলারদের বদল চাইছেন তিনি।
Published on

সেই কবে পিকে ব্যানার্জী বলে গেছেন 'ডাঁটা চচ্চড়ির মশলা দিয়ে বিরিয়ানি রান্না হয় না', সেই কথাটা হয়তো ডার্বির দিন ডাগআউটে বসেই বুঝতে পেরেছেন ইস্টবেঙ্গলের নতুন কোচ অস্কার ব্রুজোন। ডার্বির দিন ভোরেই এসে ডাগআউটে। ফল যা হওয়ার তাই হলো। ডার্বি ২-০ গোলে হারলো ইস্টবেঙ্গল। আর তারপরের দিনই নয়া ফিটনেস কোচ জেভিয়ার স্যাঞ্চেজকে নিয়ে ইস্টবেঙ্গল মাঠে ফিটনেস অনুশীলন করালেন তিনি।

অনুশীলন শেষের পরই টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনায় বসেন অস্কার। ফুটবলারদের ফিটনেস লেভেল নিয়ে খুশি নন অস্কার। কিছু দেশী আর বিদেশী ফুটবলারদের বদল চাইছেন লাল হলুদ কোচ। যদিও সেটা জানুয়ারি মাসের ট্রান্সফার উইন্ডোর আগে কোনোভাবেই সম্ভব নয়।

এবার কলিঙ্গ স্টেডিয়ামে ওড়িশার এফসির বিরুদ্ধে খেলতে যাবে ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলের নতুন কোচ অস্কার জানান, 'আমরা অবশ্যই সেরা ছয়ের মধ্যে শেষ করতে পারি। আমাদের লুকনোর কিছু নেই। ক্লাবের লক্ষ্য ছিল সেরা তিনে শেষ করা। দলের ওপর আমার পুরো আস্থা আছে। এমন কিছু বিষয় আছে, যেখানে আমরা উন্নতি করতে চাই। আমাদের একটু সময় দিন এবং আমি নিশ্চিত যে সবকিছুই ঠিক হয়ে যাবে।

তিনি আরও বলেন, "মানসিকভাবে আমাদের উন্নতি করতে হবে। আমাদের সমাধান খুঁজে বের করতে হবে। এএফসি চ্যালেঞ্জ কাপের পরে আমাদের ১৫ দিনের প্রস্তুতির সময় থাকবে। তারপরে ইস্টবেঙ্গলের আসল চেহারা দেখতে পাবেন"।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in