

কার্লস কুয়াদ্রাতের পর লাল-হলুদ কোচ কে হবেন তা নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে। জানা যাচ্ছে ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ প্রাক্তন মোহনবাগান কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাসকে কোচ করার প্রস্তাব দিয়েছে। কিন্তু হাবাস সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বলেই খবর।
আগামী ১৯ অক্টোবর ডার্বি। তার আগে নতুন কোচ বেছে নিতে চাইছে ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট যোগাযোগ করেন প্রাক্তন মোহনবাগান কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাসের সঙ্গে। তবে হাবাস জানিয়ে দেন তিনি ইস্টবেঙ্গলের কোচিং করাবেন না। কারণ ইন্টার কাশির সঙ্গে তাঁর চুক্তি আছে এখনও।
হাবাস ছাড়াও এই মুহূর্তে ইস্টবেঙ্গলের অন্যতম পছন্দের স্প্যানিশ কোচ আলবার্ট রোকা। বার্সেলোনা দলের কোচিং করানোর পাশাপাশি ভারতের বেঙ্গালুরু এফসিতে কোচিং করিয়ে ক্লাবকে সুপার কাপ আর ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন করেন তিনি। বসুন্ধরা কিংসের প্রাক্তন কোচ অস্কার ব্রুঁজোর সঙ্গে ইস্টবেঙ্গল কথা বলছে।
লাল হলুদ শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেন, 'কোচ আর ম্যানেজমেন্ট বাইরে থেকে শুধু সাপোর্ট দিতে পারে। বাকি কাজটা প্লেয়ারদের করতে হবে। যারা খেলছে প্রত্যেকে পেশাদার প্লেয়ার। তারা জানে কী করতে হবে। আমাদের ক্লাবের আগেও এমন ইতিহাস আছে নাহলে ১০০ বছর পার করত না। আশা করছি তাড়াতাড়ি আমরা বেরিয়ে আসব এই অবস্থা থেকে।'
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন