CFL: ব্যাক টু ব্যাক জয়, খিদিরপুরকে হারিয়ে গ্রুপ শীর্ষে ইস্টবেঙ্গল

নৈহাটিতে খিদিরপুর এফসিকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ শীর্ষে উঠে এলো লাল হলুদ ব্রিগেড। ৩৩ মিনিটে দলকে এগিয়ে দেন তুহিন দাস।
খিদিরপুরকে হারালো ইস্টবেঙ্গল
খিদিরপুরকে হারালো ইস্টবেঙ্গলছবি - অঞ্জন চট্টোপাধ্যায়

কলকাতা লিগে নিজেদের তৃতীয় ম্যাচে দ্বিতীয় জয় পেল ইস্টবেঙ্গল। নৈহাটিতে খিদিরপুর এফসিকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ শীর্ষে উঠে এলো লাল হলুদ ব্রিগেড।

ম্যাচের শুরু থেকে তেমন আক্রমণ নির্ভর না হলেও ৩৩ মিনিটে দলকে এগিয়ে দেন তুহিন দাস। বক্সের সামান্য বাইরে থেকে তাঁর বাঁ পায়ের জোরালো শট ধরতে পারেননি বিপক্ষ গোলকিপার প্রিয়ন্ত সিং। সৌভিক, কুশরা একাধিক গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হন। প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধানে।

হাফটাইমের পরে খিদিরপুরের খেলোয়াড়রা গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে। ৬৮ মিনিটে কর্নার পায় তারা। তবে কাজে লাগাতে পারেনি খিদিরপুর। ৭১ মিনিটে কুশ ছেত্রী সুযোগ মিস করেন। দীপ সাহার লো ক্রসে পা লাগাতে পারেননি তিনি।

এরপর ৯০ মিনিট পর্যন্ত ম্যাচ একইভাবে চলতে থাকে। তবে গোল আসেনি। ম্যাচের অতিরিক্ত সময়ে গোল পায় লাল হলুদ। শ্যামল বেসরা বাঁ পায়ে দুর্দান্ত শটে গোল করেন। তবে জিতলেও একাধিক গোল মিস চিন্তায় রাখলো ইস্টবেঙ্গলকে। ম্যাচের সেরা সৌভিক চক্রবর্তী।

খিদিরপুরকে হারালো ইস্টবেঙ্গল
CFL: বঙ্গসন্তান সৈকতের গোল 'পুসকাস পুরস্কারে'! ফিফার কাছে ভিডিও পাঠালো IFA
খিদিরপুরকে হারালো ইস্টবেঙ্গল
East Bengal: ক্লাব তাঁবুতে প্রয়াত প্রাক্তন অধিনায়ক চন্দন ব্যানার্জির স্মরণ সভা

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in