East Bengal: সকালে ভাই, বিকেলে দাদা - গিল ভাইদের সই করালো ইস্টবেঙ্গল

প্রভসুখনের মত চন্ডীগড় ফুটবল অ্যাকাডেমি থেকেই ফুটবল জীবন শুরু হয় গুরসিমরতের। এরপর নভি মুম্বইয়ের ফেডারেশনের অ্যাকাডেমি থেকেও প্রশিক্ষণ নেন তিনি।
আসন্ন মরশুমের জন্য ইস্টবেঙ্গলে সই করলেন দুই ভাই
আসন্ন মরশুমের জন্য ইস্টবেঙ্গলে সই করলেন দুই ভাইছবি - অঞ্জন চ্যাটার্জির সৌজন্যে

সকালে ভাই আর বিকালে দাদাকে সই করালো ইস্টবেঙ্গল । এদিন সকালে গোলরক্ষক প্রভসুখন গিল’কে নেওয়ার পরে তাঁর দাদাকেও দলে নিল লাল হলুদ ব্রিগেড। ডিফেন্স সামলাবেন গুরসিমরত।

প্রভসুখনের মত চন্ডীগড় ফুটবল অ্যাকাডেমি থেকেই ফুটবল জীবন শুরু হয় গুরসিমরতের। এরপর নভি মুম্বইয়ের ফেডারেশনের অ্যাকাডেমি থেকেও প্রশিক্ষণ নেন তিনি। বিদেশে জাতীয় যুব দলের হয়েও প্রস্তুতি ম্যাচে অংশ নিয়েছিলেন বিদ্যাসাগর সিংদের সঙ্গে। বার্সেলোনা, ইন্টার মিলানের নজরেও পড়েছিলেন তিনি।

সিনিয়র পর্যায়ে গুরসিমরতের অভিষেক ঘটে বেঙ্গালুরু এফসিতে। কোচ আলবার্তো রোকার কোচিংয়ে খেলেছেন তিনি। বেঙ্গালুরু এফসিতে খেলার পাশাপাশি নর্থইস্ট ইউনাইটেড, বেঙ্গালুরু ইউনাইটেড, সুদেবা এফসিতেও খেলার অভিজ্ঞতা রয়েছে গুরসিমরতের। এটিকে মোহনবাগান এবং মুম্বই সিটি এফসির স্কোয়াডে গত দুই সিজনে ছিলেন তিনি।

এদিন ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাত জানান, আমাদের গিল ভাইদের দলে নিতে পেরে ভালো লাগছে। দুজনের আইএসএলের অভিষেকই আমার কোচিংয়ে হয়, যখন আমি বেঙ্গালুরু এফসিতে ছিলাম। এখন তারা আরও সিনিয়র হয়েছে। আমাদের ভালো পারফরমেন্স হবে আশা রাখছি।

আসন্ন মরশুমের জন্য ঢেলে দল সাজানোর প্রক্রিয়া চলছে ইস্টবেঙ্গল এফসি-তে। গত মাসে সিনিয়র ডিফেন্ডার হরমনজ্যোৎ সিং খাবরা, মান্দার রাও দেশাই ও রাইট ব্যাক এডুইন ভন্সপলকে নেয় তারা। তার দু’দিন আগে ফরোয়ার্ড হাভিয়ে সিভেরিও ও সেন্ট্রাল মিডফিল্ডার সল ক্রেসপোকে সই করায় কলকাতার ঐতিহ্যবাহী ক্লাব। এ ছাড়া হায়দরাবাদ এফসি থেকে স্প্যানিশ মিডফিল্ডার বোরহা হেরেরা গঞ্জালেস, সফল ভারতীয় উইঙ্গার নন্দকুমার শেখর, ডিফেন্ডার নিশু কুমারকেও সই করিয়েছে ইস্টবেঙ্গল।

আসন্ন মরশুমের জন্য ইস্টবেঙ্গলে সই করলেন দুই ভাই
শচীনের নজিরে ভাগ বসাবেন কোহলি! পিতার পর পুত্রের বিরুদ্ধে খেলবেন বিরাট
আসন্ন মরশুমের জন্য ইস্টবেঙ্গলে সই করলেন দুই ভাই
East Bengal: তিনকাঠি সামলাতে গোল্ডেন গ্লাভসজয়ী পঞ্জাব তারকাকে নিল ইস্টবেঙ্গল

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in