CFL: নিয়ম রক্ষার ম্যাচে লাল-হলুদ ঝড়, ৪-১ গোলে উড়ে গেলো ডায়মন্ড হারবার

People's Reporter: ডায়মন্ড হারবার এফসির কফিনে ইস্টবেঙ্গলের হয়ে শেষ পেরেকটি গেঁথে দেন অভিষেক। ৮৯ মিনিটে চতুর্থ গোলটি করে ইস্টবেঙ্গল।
আজকের ম্যাচের মুহূর্ত
আজকের ম্যাচের মুহূর্তছবি - ইস্টবেঙ্গলের ফেসবুক পেজ

কলকাতা লিগ চ্যাম্পিয়ন ঘোষণা হয়ে গেছে কিন্তু বাকি আছে নিয়ম রক্ষার ম্যাচ। মহামেডান লিগ চ্যাম্পিয়ন হয়ে গেলেও নিয়মরক্ষার টুর্নামেন্টে রানার্স হওয়ার জন্য খেলছে ইস্টবেঙ্গল। আর সোমবার ঘরের মাঠে কলকাতা লিগে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে বড় জয় পেল ইস্টবেঙ্গল। নিজেদের ঘরের মাঠে লাল-হলুদ ৪-১ গোলে পরাজিত করল ডায়মন্ড হারবার এফসিকে।

ম্যাচের ৩৫ মিনিটে জেসিন টিকে'র গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। একক দক্ষতায় দুরন্ত গোল করে যান কেরালার এই ফুটবলার। তবে, প্রথমার্ধে শেষ পর্যন্ত এই লিড ধরে রাখতে পারেনি ইস্টবেঙ্গল। ৪৫+২ মিনিটে রাহুল পাসওয়ানের গোলে সমতায় ফেরে ডায়মন্ড হারবার। প্রথমার্ধের শেষ লগ্নে ম্যাচে সমতা ফিরিয়ে আনলেও ইস্টবেঙ্গলকে ধাক্কা দেওয়ার মতো ফুটবল খেলতে পারেনি ডায়মণ্ড হারবার।

৬০ মিনিটে পেনাল্টি থেকে ২-১ গোলে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেয় মহিতোষ রায়। ৭৩ মিনিটে সমতা ফেরানোর সুযোগ আবারও চলে এসেছিল ডায়মন্ড হারবার এফসি’র কাছে। কিন্তু রাহুল পাসওয়ানের শট বারে লেগে প্রতিহত হয়। ৭৮ মিনিটে তুহিনের অসাধারণ গোলে ৩-১ গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল।

ডায়মন্ড হারবার এফসির কফিনে ইস্টবেঙ্গলের হয়ে শেষ পেরেকটি গেঁথে দেন অভিষেক। ৮৯ মিনিটে চতুর্থ গোলটি করে ইস্টবেঙ্গল।

আজকের ম্যাচের মুহূর্ত
Ballon d'Or: অষ্টম ব্যালন ডি'অর জয়ের লক্ষ্যে লিও মেসি! কোথায় দেখবেন সরাসরি সম্প্রচার?
আজকের ম্যাচের মুহূর্ত
'স্মৃতিটাই সম্বল', বউবাজারের 'দ্য রেফিউজ'-র উদ্যোগে বাংলাদেশ ম্যাচের সাক্ষী থাকলেন গৃহহীন মায়েরা

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in