Kalinga Super Cup 2024: সুপার কাপে এক গ্রুপে ইস্টবেঙ্গল ও মোহনবাগান!

People's Reporter: ১২ জানুয়ারি থেকে শুরু হচ্ছে কলিঙ্গ সুপার কাপ। গ্রুপ এ-তে একই সঙ্গে রয়েছে ইস্টবেঙ্গল আর মোহনবাগান।
কলকাতা ডার্বি
কলকাতা ডার্বিছবি - প্রতীকী
Published on

জানুয়ারিতে হতে চলা কলিঙ্গ সুপার কাপের গ্রুপ বিন্যাস হয়ে গেল সোমবার। চারটি গ্রুপে ভাগ করা হয়েছে মোট ১৬টি দলকে। তবে ১২টি দল চূড়ান্ত হলেও বাকি ৪টে আই লিগের দল এখনও চূড়ান্ত হয়নি।

১২ জানুয়ারি থেকে শুরু হচ্ছে কলিঙ্গ সুপার কাপ। গ্রুপ পর্বের ম্যাচেই কলকাতা ডার্বি দেখতে পাবেন দুই প্রধানের সমর্থকরা। গ্রুপ এ-তে একই সঙ্গে রয়েছে ইস্টবেঙ্গল আর মোহনবাগান। দুই প্রধানের পাশাপাশি এই গ্রপে রয়েছে হায়দরাবাদ এফসি। গ্রুপ বি-তে রয়েছে কেরালা ব্লাস্টার্স, নর্থইস্ট ইউনাইটেড এফসি ও জামশেদপুর এফসি। গ্রুপ সি-তে রয়েছে মুম্বই সিটি এফসি, চেন্নাইয়ন এফসি, পঞ্জাব এফসি এবং গ্রুপ ডি-তে রয়েছে এফসি গোয়া, ওড়িশা এফসি এবং বেঙ্গালুরু এফসি।

এই ১২টি দল ছাড়া প্রতিটি গ্রুপে একটি করে আই লিগের দল থাকবে। সুপার কাপে খেলার বিষয়ে নিশ্চিত করেছে গোকুলাম কেরল, শ্রীনিধি ডেকান, শিলং লাজং, ইন্টারকাশি এবং রাজস্থান ইউনাইটেড এফসি। আই লিগ পয়েন্ট টেবিলে শীর্ষ থাকলেও সুপার কাপে অংশগ্রহণ করবে না বলেই জানিয়েছে মহামেডান। আই লিগ টেবিলে এই পাঁচ দলের মধ্যে উপরের দিকে থাকা তিন দল সরাসরি জায়গা পাবে এবং চতুর্থ ও পঞ্চম দলের মধ্যে প্লে-অফ খেলা হবে। সেই ম্যাচে জয়ী দল সরাসরি গ্রুপ ডি-তে জায়গা করে নেবে।

সুপার কাপের ফাইনাল ম্যাচ আয়োজিত হবে ২৮ জানুয়ারি। ফেডারেশনের নিয়ম অনুযায়ী সুপার কাপে খেলানো যাবে ছ'জন বিদেশিকে। ম্যাচের দিন আঠারো জনের দলে ছ'জনকেই রাখা যাবে। প্রথম একাদশেও ছয় বিদেশি নিয়েই খেলতে পারবে দলগুলো। তারমধ্যে একজনকে এশীয় কোটার হতে হবে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলিঙ্গ সুপার কাপের বিজয়ী দল পরের বছর এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলবে। এএফসির নিয়ম অনুযায়ী প্রথম একাদশে ছ'জন বিদেশি খেলানোর অনুমতি রয়েছে।

কলকাতা ডার্বি
UCL 2023-24: শেষ ১৬-র ড্র সম্পন্ন, ইন্টারের সামনে অ্যাথলেটিকো! বার্সা, বায়ার্নের বিপক্ষে কোন দল?
কলকাতা ডার্বি
IND vs SA: প্রথম ভারতীয় পেস বোলার হিসেবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রেকর্ড আর্শদীপের!

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in