Durand Cup: কবে থেকে শুরু হচ্ছে ১৩২তম ডুরান্ড কাপ?

আগামী ৩ অগাস্ট থেকে শুরু হতে চলেছে ১৩২তম ডুরান্ড কাপ। চলবে ৩ সেপ্টেম্বর অবধি। ফাইনাল আর উদ্বোধনী ম্যাচ সম্ভবত এবারও যুবভারতীতে হবে।
ডুরান্ড কাপ
ডুরান্ড কাপ ফাইল ছবি দ্য উইকের সৌজন্যে

আগামী ৩ অগাস্ট থেকে শুরু হতে চলেছে ১৩২তম ডুরান্ড কাপ। চলবে ৩ সেপ্টেম্বর অবধি। কলকাতা, শিলং ও কোকরাঝড়ে হবে ডুরান্ড কাপের ম্যাচগুলো।

সূত্রের খবর, এবার নতুন দল হিসেবে আসছে শিলং লাজং এফসি। এছাড়া গতবার অংশগ্রহণকারী সমস্ত দলই খেলবে। কলকাতার ৩ প্রধান ইস্টবেঙ্গল, মোহনবাগান আর মহামেডান কলকাতাতেই ম্যাচ খেলবে। ইস্টবেঙ্গল এবং মোহনবাগান জুনিয়র দলই মাঠে নামাবে। ফাইনাল আর উদ্বোধনী ম্যাচ এবারও যুবভারতীতে হওয়ার সম্ভাবনা রয়েছে।

গতবার ডুরান্ড কাপ জিতেছিল বেঙ্গালুরু এফসি। যুবভারতীতে মুম্বই সিটি এফসিকে ২-১ গোলে হারিয়ে প্রথমবার ডুরান্ড জয়ের স্বাদ পান সুনীল ছেত্রীরা।

ডুরান্ডের সাথে একই সঙ্গে কলকাতা লিগও চলবে। সেখানেও কলকাতার ৩ প্রধান খেলবে। ফলে সেনার সঙ্গে কথা বলেই সূচি ঘোষণা করবে আইএফএ।

আগামী ২৫ জুন থেকে প্রিমিয়ার লিগ শুরু হবে। বড় ধরনের অঘটন না ঘটলে তিন বছর পর ফের তিন প্রধানের মাঠে লিগের ম্যাচ হবে। শুধু তাই নয়, মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহমেডান মাঠে বেশ কিছু ম্যাচ ফ্লাডলাইটে করার সিদ্ধান্ত নিয়েছে আইএফএ ও সংশ্লিষ্ট তিন প্রধানের কর্তারা।

এই বছর থেকে ভূমিপুত্রদের খেলানোটা বাধ্যতামূলক থাকছে না। এই ব্যাপারে আইএফএ সচিব অনির্বান দত্ত বলেন, "এই বছর ক্লাবগুলি দল আগেই করে ফেলেছে। ফলে ভূমিপুত্রদের নিয়ে দল করাটা এই বছর সম্ভব হচ্ছে না। ক্লাবগুলির দাবি মেনেই আমরা আগামী বছর থেকে ভূমিপুত্রর নিয়মটা রাখবো।"

ডুরান্ড কাপ
CFL: এখনও IFA-র খাতায় মোহনবাগানের আগে এটিকে! কী সাফাই ফুটবল সংস্থার?

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in