Cricket World Cup 2023: ব্যাক টু ব্যাক সেঞ্চুরি, ২য় দক্ষিণ আফ্রিকান প্লেয়ার হিসেবে নজির ডি'ককের

People's Reporter: এদিন ৯০ বলে সেঞ্চুরি আসে তাঁর ব্যাটে। ২০১১ সালে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করেছিলেন এ বি ডেভিলিয়ার্স।
দক্ষিণ আফ্রিকান তারকা কুইন্টন ডি কক
দক্ষিণ আফ্রিকান তারকা কুইন্টন ডি ককফাইল ছবি দ্য উইকের সৌজন্যে

বিশ্বকাপের মঞ্চে দ্বিতীয় দক্ষিণ আফ্রিকান প্লেয়ার হিসেবে ব্যাক টু ব্যাক শতরান করে নজির গড়লেন ক্যুইন্টন ডি'কক। শ্রীলঙ্কার পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও সেঞ্চুরি করলেন তিনি।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেমে শ্রীলঙ্কার বিরুদ্ধে একাধিক রেকর্ড করেছিল দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচে তিন জন শতরান করেছিলেন। যার মধ্যে ছিলেন ডি'ককও। বৃহস্পতিবার লখনউয়ের একানা স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও তাঁর ব্যাট জ্বলে উঠলো। দেশের জন্য ফের একটি শতরান করলেন। আর একটি মাত্র সেঞ্চুরি করলে ছুঁয়ে ফেলবেন ভারত অধিনায়ক রোহিত শর্মাকে।

এর আগে বিশ্বকাপের মঞ্চে প্রাক্তন লঙ্কান তারকা কুমার সাঙ্গাকারার নজির রয়েছে। তিনি ২০১৫ বিশ্বকাপে পর পর চার ম্যাচে ৪টি সেঞ্চুরি করেছিলেন। বিপক্ষে ছিল বাংলাদেশ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং স্কটল্যান্ড। রোহিত শর্মা ২০১৯ বিশ্বকাপে পর পর ৩ ম্যাচে সেঞ্চুরি করেছিলেন। বিশ্বকাপে এখনও অনেক ম্যাচ বাকি আছে দক্ষিণ আফ্রিকার। ফলে এই ধরণের ফর্ম বজায় রাখলে সাঙ্গাকারার রেকর্ডও ভাঙতে পারেন ডি'কক।

গত ম্যাচে ৮৪ বলে শতরান করেছিলেন ডি'কক। এদিন ৯০ বলে সেঞ্চুরি আসে তাঁর ব্যাটে। তবে ১০৯ রান করে ম্যাক্সওয়েলের বলে আউট হয়ে যান তিনি। দ্বিতীয় দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার হিসেবেও এই নজির গড়েছেন তিনি। ২০১১ সালে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করেছিলেন এ বি ডেভিলিয়ার্স।

প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকা ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে করেছে ৩১১ রান। ফলে রান চেজ করতে রীতিমতো চ্যালেঞ্জের মুখে পড়তে পারে অস্ট্রেলিয়া।

দক্ষিণ আফ্রিকান তারকা কুইন্টন ডি কক
Cricket World Cup 2023: 'রেকর্ড ব্রেকার' রোহিত, হিটম্যানের ইনিংস নিয়ে কী বললেন মাস্টার ব্লাস্টার?
দক্ষিণ আফ্রিকান তারকা কুইন্টন ডি কক
AFC Cup 2023: একই মাঠে দুই ম্যাচ! এএফসি কাপে মোহনবাগান ম্যাচের সময় বদল

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in