Sanju Samson: ধোনি, বিরাট, রোহিতরা আমার ছেলের ১০ বছর নষ্ট করেছেন - বিস্ফোরক সঞ্জু স্যামসনের বাবা

People's Reporter: সঞ্জুর বাবা বলেন, ধোনি, বিরাট, রোহিত এবং কোচ রাহুল দ্রাবিড়ের জন্য আমার ছেলে জাতীয় দলে জায়গা পায়নি। ওঁরা আমার ছেলের উপর ভরসা রাখেননি। বেশি সুযোগ দেননি।
কোহলি, সঞ্জু স্যামসন, ধোনি
কোহলি, সঞ্জু স্যামসন, ধোনিছবি - সংগৃহীত
Published on

ধোনি, কোহলিদের জন্য সঞ্জু স্যামসনের কেরিয়ারের ১০ বছর নষ্ট হয়ে গেছে। এমনই বিস্ফোরক অভিযোগ করলেন সঞ্জু স্যামসনের বাবা বিশ্বনাথ স্যামসন।

সঞ্জু স্যামসন প্রথম ভারতীয় প্লেয়ার যিনি পর পর দু'টি টি-২০ ম্যাচে সেঞ্চুরি করেছেন। প্রথমটি করেন বাংলাদেশের বিরুদ্ধে শেষ ম্যাচে এবং দ্বিতীয়টি করেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে। বলা যেতে পারে দুরন্ত ফর্মে রয়েছেন তিনি। তবে পর পর দুই ম্যাচে শূন্য রানে আউট হয়ে যাওয়ারও রেকর্ড গড়েছেন সঞ্জু। এছাড়া সঞ্জু স্যামসনই প্রথম ভারতীয় প্লেয়ার যিনি এক মরসুমে ৫ বার শূন্য রানে আউট হয়েছেন। এর আগে এই রেকর্ড ছিল জিম্বাবোয়ের রেজিস চাকাবভার। তিনি ২০২২ মরসুমে এই রেকর্ড করেছিলেন।

পর পর দু'বার শূন্য রানে আউট হওয়ার পর ফের সঞ্জুর ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এরই মধ্যে বিস্ফোরক অভিযোগ করেন সঞ্জুর বাবা। তিনি বলেন, 'এমন ৩-৪ জন রয়েছে যাঁরা সঞ্জুর জাতীয় দলে সুযোগ পাওয়াতে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন। ধোনি, বিরাট, রোহিত এবং কোচ রাহুল দ্রাবিড়ের জন্য আমার ছেলে জাতীয় দলে জায়গা পায়নি। ওঁরা আমার ছেলের উপর ভরসা রাখেননি। বেশি সুযোগ দেননি। সঞ্জুর কেরিয়ারের ১০টা বছর নষ্ট করেছেন। কিন্তু সমস্ত কষ্ট সহ্য করে আমার ছেলে আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছে'।

উল্লেখ্য, ২০১৫ সালে টি-২০ ক্রিকেটে ভারতের জার্সিতে অভিষেক হয় সঞ্জু স্যামসনের। ২০২১ সালে অভিষেক হয় একদিনের ক্রিকেটে। আন্তর্জাতিক টি-২০তে এখনও পর্যন্ত ৩৬টি ম্যাচ খেলেছেন। মোট রান করেছেন ৭০১। একদিনের ক্রিকেটে ১৬টি ম্যাচে ৫১০ রান করেছেন সঞ্জু। টেস্ট ক্রিকেটে এখনও অভিষেক হয়নি তাঁর।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in