

প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে প্রকাশ করা হয়েছে পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী প্রাপকদের তালিকা। ক্রীড়াক্ষেত্রে পদ্ম পুরস্কার পাচ্ছেন মোট ৯ জন ক্রীড়াবিদ। দেশের তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মভূষণে সম্মানিত হলেন প্যারালিম্পিয়ান দেবেন্দ্র ঝাঝারিয়া।
পদ্মশ্রী পাচ্ছেন টোকিও অলিম্পিকে সোনা জয়ী জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া সহ আরও ৭ জন ক্রীড়া ব্যক্তিত্ব। ১৭ জন পদ্মভূষণ প্রাপকের তালিকায় রয়েছেন একমাত্র ক্রীড়া ব্যক্তিত্ব দেবেন্দ্র ঝাঝারিয়া। রাজস্থানের জ্যাভলিন থ্রোয়ার দেবেন্দ্র ২০০৪ সালের এথেন্স ও ২০১৬ সালের রিও প্যারালিম্পিকে সোনা জেতেন। টোকিও প্যারালিম্পিকে দেশকে এনে দিয়েছেন রূপো। ২০০৪ সালে অর্জুন, ২০১৭ সালে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের পর এবার পদ্মভূষণ হলেন প্যারা অ্যাথেলিট দেবেন্দ্র।
টোকিও অলিম্পিকে সোনা জিতে গোটা দেশ জুড়ে সাড়া জাগিয়েছেন সোনার ছেলে নীরজ চোপড়া। নীরজকে দেওয়া হচ্ছে পদ্মশ্রী। ১০৭ জনের পদ্মশ্রীর তালিকায় নীরজ ছাড়াও ক্রীড়া জগতের আরও ৭ জন ব্যক্তিত্বর নাম রয়েছে। গত বছর টোকিও প্যারালিম্পিকে সর্বকালের সেরা সাফল্য ছিনিয়ে নিয়েছে ভারত। তারই প্রভাব পড়ল পদ্ম পুরস্কার প্রদানের ক্ষেত্রে।
পদ্মশ্রী পাচ্ছেন সুমিত আনতিল, প্রমোদ ভগত, অবনী লেখারা। এছাড়াও পদ্মশ্রী তুলে দেওয়া হচ্ছে শঙ্করনারায়ন মেনন, ফয়জল আলি দার, বন্দনা কাতারিয়া, ব্রহ্মানন্দ সাঙ্খলকরের হাতে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন