Khel Ratna: অলিম্পিক পদকজয়ী নীরজ চোপড়া, লভলীনা বরগোহাঁই, সুনীল ছেত্রী, মিতালি রাজ সহ ১২ জনকে খেলরত্ন

টোকিও অলিম্পিকে দেশকে সোনা এনে দেওয়া নীরজ চোপড়া থেকে শুরু করে পদক জয়ী শ্রীজেশ, লভলিনা, রবি দাহিয়া। অবনী লেখেরা, মনীশ নরওয়াল সহ বেশ কয়েকজন প্যারা অ্যাথেলিট সম্মানিত হতে চলেছেন খেলরত্ন পুরস্কারে।
নীরজ চোপড়া ও মিতালী রাজ
নীরজ চোপড়া ও মিতালী রাজ ফাইল ছবি সংগৃহীত
Published on

টোকিও অলিম্পিকে দেশকে সোনা এনে দেওয়া নীরজ চোপড়া থেকে শুরু করে পদক জয়ী শ্রীজেশ, লভলিনা, রবি দাহিয়া। অবনী লেখেরা, মনীশ নরওয়াল সহ বেশ কয়েকজন প্যারা অ্যাথেলিট সম্মানিত হতে চলেছেন খেলরত্ন পুরস্কারে। তালিকায় রয়েছেন ভারতের ফুটবল অধিনায়ক সুনীল ছেত্রী এবং ভারতের মহিলা ক্রিকেট দলের টেস্ট ও ওয়ান ডে ফর্ম্যাটের অধিনায়ক মিতালি রাজও।

মঙ্গলবার দেশের যুব ও ক্রীড়া মন্ত্রকের তরফ থেকে মোট ১২ জন খেলোয়াড়ের নাম 'মেজর ধ্যানচাঁদ খেলরত্ন' পুরস্কারের জন্য ঘোষণা করা হয়েছে। এছাড়াও মোট ৩৫ জন ক্রীড়াবিদকে দেওয়া হচ্ছে অর্জুন পুরস্কার। আগামী ১৩ ই নভেম্বর জাতীয় ক্রীড়া পুরস্কারের অংশ হিসেবে দেশের সর্বোচ্চ ক্রীড়াসম্মান তুলে দেওয়া হবে। রাষ্ট্রপতি ভবন থেকে রাষ্ট্রপতির হাত থেকেই খেলরত্ন গ্রহণ করবেন প্রাপকরা।

যে ১২ জন ক্রীড়াবিদ এবছর 'খেলরত্ন' সম্মানে ভূষিত হচ্ছেন তাঁরা হলেন- নীরজ চোপড়া, লভলিনা বরগোহাঁই, রবি কুমার দাহিয়া, পিআর শ্রীজেশ, অবনী লেখেরা, সুমিত আনতিল, প্রমোদ ভগত, কৃষ্ণ নাগর, মনীশ নরওয়াল, মিতালি রাজ, সুনীল ছেত্রী, মনপ্রীত সিং।

অর্জুন পুরস্কার: অরপিন্দর সিং, শিমরনজিৎ কৌর, শিখর ধাওয়ান, ভবানী দেবী, মণিকা, বন্দনা কাটারিয়া, সন্দীপ নরওয়াল, হিমানী উত্তম পরব, অভিষেক ভার্মা, অঙ্কিতা রায়না, দীপক পুনিয়া, দিলপ্রীত সিং, হরমনপ্রীত সিং, রুপিন্দর পাল সিং, বীরেন্দ্র লাকরা, সুরেন্দর কুমার, আমিত রোহিদাস, সুমিত, নীলকান্ত শর্মা, হার্দিক সিং, বিবেক সাগর প্রসাদ, গুরজন্ত সিং, মনদীপ সিং, সামসীর সিং, ললিত কুমার উপাধ্যায়, বরুণ কুমার, শিমরনজিৎ সিং, যোগেশ কাথুনিয়া, নিশাদ কুমার, প্রভীন কুমার, সুহাস যোথিরাজ, সিংরাজ আধানা, ভাবিনা প্যাটেল, হরভিন্দর সিং, শরদ কুমার।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in