CWG: সঙ্কেত সরগরের পর ভারোত্তোলন থেকেই এলো দ্বিতীয় পদক, ব্রোঞ্জ জিতলেন গুরুরাজা পূজারী

এদিন স্ন্যাচের প্রথম প্রচেষ্টাতে ১১৫ কেজি ভার তোলেন গুরুরাজা। দ্বিতীয় প্রচেষ্টাতে তোলেন ১১৮ কেজি। স্ন্যাচের তৃতীয় প্রচেষ্টাতে ১২০ কেজি ভার তুলতে ব্যর্থ হন।
গুরুরাজা পূজারী
গুরুরাজা পূজারীছবি সৌজন্য ইন্ডিয়ান রেলওয়েজ ট্যুইটার হ্যান্ডেল
Published on

সঙ্কেত সরগরের পর ভারোত্তোলনেই গুরুরাজা পূজারীর হাত ধরে বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে দ্বিতীয় পদক এলো ভারতের ঝুলিতে। পুরুষদের ৬১ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতলেন গুরুরাজা। গতবার গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে দেশকে রূপো এনে দিয়েছিলেন গুরুরাজা। এবারও দেশকে হতাশ করলেন না তিনি।

এদিন স্ন্যাচের প্রথম প্রচেষ্টাতে ১১৫ কেজি ভার তোলেন গুরুরাজা। দ্বিতীয় প্রচেষ্টাতে তোলেন ১১৮ কেজি। স্ন্যাচের তৃতীয় প্রচেষ্টাতে ১২০ কেজি ভার তুলতে ব্যর্থ হন। যার ফলে স্ন্যাচে তাঁর সেরা পারফরম্যান্স হয় ১১৮ কেজি। ক্লিন অ্যান্ড জার্কে প্রথম প্রচেষ্টাতে ১৪৪ কেজি, দ্বিতীয় প্রচেষ্টাতে ১৪৮ কেজি এবং তৃতীয় প্রচেষ্টাতে ১৫১ কেজি ভার তোলেন তিনি। সবমিলিয়ে ২৬৯ কেজি (১১৮ কেজি + ১৫১ কেজি) ভারোত্তোলন করে ব্রোঞ্জ জিতলেন গুরুরাজা।

পদক জয়ের লড়াইয়ে কানাডার ইউরি সিমার্ডের সাথে লড়াই চলে গুরুরাজার। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সিমার্ডকে ১ কেজি ভারে পেছনে ফেলেন ভারতীয় তারকা। এই প্রতিযোগীতায় সোনা জিতেছেন মালয়েশিয়ার আজনিল বিন বিদিন মুহাম্মদ। রেকর্ড ২৮৫ কেজি (১২৭ কেজি+১৫৮ কেজি) উত্তোলন করে সোনা জিতেছেন তিনি। পাপুয়া নিউ গিনির মোরিয়া বারু মোট ২৭৩ কেজি (১২১ কেজি +১৫২ কেজি) ভার তুলে এই বিভাগে রূপো জিতেছেন।

কমনওয়েলথ গেমসের দ্বিতীয় দিনে সঙ্কেত সরগরের হাত ধরে চলতি কমনওয়েলথ গেমসে প্রথম পদক জেতে ভারত। পুরুষদের ৫৫ কেজি বিভাগে সার্বিকভাবে ২৪৮ কেজি ভার তোলেন সঙ্কেত।

গুরুরাজা পূজারী
CWG: বার্মিংহ্যাম প্রথম পদক জয় ভারতের, ভারোত্তোলনের ৫৫ কেজি বিভাগে রূপো জয় সঙ্কেত সরগরের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in