

বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে প্রথম পদক জয় ভারতের। পুরুষদের ভারোত্তোলনের ৫৫ কেজি বিভাগে রূপো জিতলেন সঙ্কেত মহাদেব সরগর।
পুরুষদের ৫৫ কেজি বিভাগের স্ন্যাচে সর্বোচ্চ ১১৩ কেজি ভার তোলেন সঙ্কেত মহাদেব। ক্লিন অ্যান্ড জার্কে ভার তোলেন ১৩৫ কেজি। ১৩৯ কেজি ভার তোলার দুই প্রচেষ্টাতেই ব্যর্থ হন সঙ্কেত। এই ভার তোলার সময় চোটও পেয়ে বসেন তিনি। যে কারণে সোনা হাতছাড়া হয় তাঁর। সব মিলিয়ে ২৪৮ কেজি ( ১১৩ কেজি +১৩৫ কেজি ) ভার তুলে রুপো জেতেন সঙ্কেত।
ক্লিন অ্যান্ড জার্কে রেকর্ড গড়ে সঙ্কেতের কাছ থেকে সোনা ছিনিয়ে নেন মালয়েশিয়ার মহম্মদ অনিক। স্ন্যাচে ১০৭ কেজি ভার তুলেছিলেন মহম্মদ। যেখানে সঙ্কেত তাঁর থেকে ৬ কেজি ভারে এগিয়ে ছিলেন। কিন্তু ক্লিন এন্ড জার্কে রেকর্ড গড়ে ১৪২ কেজি ভার তোলেন মালেশিয়ার ভারোত্তোলক। সব মিলিয়ে অনিক ভার তোলেন ২৪৯ কেজি ( ১০৭ কেজি + ১৪২ কেজি )।
এই প্রতিযোগিতায় ব্রোঞ্জ জেতেন শ্রীলঙ্কার দিলঙ্কা ইসুরু কুমারা। স্ন্যাচে ১০৫ কেজি এবং ক্লিন এন্ড জার্কে ১২০ কেজি ভার তুলে তৃতীয় স্থান দখল করেন তিনি।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন