CWG: লন বলে ইতিহাস! নিউজিল্যান্ডকে হারিয়ে পদক নিশ্চিত ভারতীয় মহিলা দলের

লন বলের ফাইনালে ভারতের মহিলা দল মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। এই ম্যাচ জিতলে সোনা আসবে দেশে। হারলেও নিদেনপক্ষে রূপো আসছেই। ভারতীয় দল অবশ্য সোনার জন্যই বদ্ধপরিকর।
ভারতের লন বল টিম
ভারতের লন বল টিমছবি সৌজন্যে SAI Media ট্যুইটার হ্যান্ডেল

লন বলে ইতিহাস গড়লো ভারতের মহিলা দল। নিউজিল্যান্ডকে ১৬-১৩ ব্যবধানে হারিয়ে লন বল ফোরস ফাইনালে জায়গা করে নিলেন ভারতের নারী ব্রিগেড। যার ফলে, এই প্রথম বার কমনওয়েলথ গেমস থেকে লন বলে পদক আসছে ভারতের ঝুলিতে।

লন বলের ফাইনালে ভারতের মহিলা দল মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। এই ম্যাচ জিতলে সোনা আসবে দেশে। হারলেও নিদেনপক্ষে রূপো আসছেই। ভারতীয় দল অবশ্য সোনার জন্যই বদ্ধপরিকর।

বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে এখনও পর্যন্ত মোট ৬ টি পদক জিতেছে ভারত। সবকটিই এসেছে ভারোত্তোলন থেকে। সঙ্কেত সরগরের রূপো জয়ের মধ্যে দিয়েই পদকের খাতা খোলে। এরপর ব্রোঞ্জ জেতেন গুরুরাজা পূজারী। দেশকে প্রথম সোনা এনে দেন সাঁইখোম মীরাবাঈ চানু। চানুর পর রূপো জেতেন বিন্দিয়ারানি। ভারোত্তোলনে দ্বিতীয় সোনা এনে দেন আইজলের তরুণ তারকা জেরেমি লালরিনুঙ্গা। গতরাতে দেশকে তৃতীয় সোনা এনে দেন বঙ্গ সন্তান অচিন্ত্য শিউলি।

ভারোত্তোলন থেকে আরও একটি পদক জিততে পারতো টিম ইন্ডিয়া। তবে দোরগোড়ায় পৌঁছেও খালি হাতে ফিরতে হলো অজয় সিং-কে। পুরুষদের ৮১ কেজি বিভাগে চতুর্থ স্থানে শেষ করলেন তিনি। স্ন্যাচ এবং ক্লিন এন্ড জার্ক মিলিয়ে মোট ৩১৯ কেজি ভার তোলেন অজয়। ব্রোঞ্জ জয়ী কানাডার নিকোলাস ভ্যাকন তোলেন ৩২০ কেজি। চোট পেয়ে এক কেজির ব্যবধানে পদক হাতছাড়া হয় রাজস্থানের ভারোত্তোলক অজয়ের।

ভারতের লন বল টিম
CWG: বাংলার অচিন্ত্যর হাত ধরে তৃতীয় সোনা পেল ভারত, ভারোত্তোলনে ষষ্ঠ পদক দেশের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in