CWG: বাংলার অচিন্ত্যর হাত ধরে তৃতীয় সোনা পেল ভারত, ভারোত্তোলনে ষষ্ঠ পদক দেশের

পুরুষদের ৭৩ কেজি বিভাগে গেমস রেকর্ড গড়ে চ্যাম্পিয়ন হলেন বঙ্গসন্তান অচিন্ত্য। একাদশতম বাঙালি হিসাবে কমনওয়েলথে সোনা জিতলেন তিনি।
অচিন্ত্য শিউলি
অচিন্ত্য শিউলিছবি সৌজন্যে টুইটার

বাংলার ছেলে অচিন্ত্য শিউলির হাত ধরে চলতি কমনওয়েলথ গেমসে তৃতীয় সোনা এলো ভারতে। মীরাবাঈ চানু এবং জেরেমি লালরিনুঙ্গার পর ভারোত্তোলন থেকেই দেশকে সোনা এনে দিলেন অচিন্ত্য। পুরুষদের ৭৩ কেজি বিভাগে গেমস রেকর্ড গড়ে চ্যাম্পিয়ন হলেন এই বঙ্গসন্তান। একাদশতম বাঙালি হিসাবে কমনওয়েলথে সোনা জিতলেন তিনি।

চলতি কমনওয়েলথ গেমসে অচিন্ত্যই প্রথম বাঙালি, যিনি গেমসে সোনা জিতলেন। এদিন ৭৩ কেজি বিভাগে স্ন্যাচে রেকর্ড গড়েন অচিন্ত্য। প্রথম প্রয়াসে ১৩৭ কেজি ভার তোলার পর দ্বিতীয় প্রচেষ্টাতে তোলেন ১৪০ কেজি। তৃতীয় প্রচেষ্টায় ১৪৩ কেজি ভার তোলেন অচিন্ত্য।

হাওড়ার দেউলপুরের ছেলে অচিন্ত্য ক্লিন এবং জার্ক বিভাগে প্রথম প্রয়াসে তোলেন ১৬৬ কেজি ভার। দ্বিতীয় প্রচেষ্টাতে ১৭০ কেজি ভার তুলতে ব্যর্থ হলেও, তৃতীয় প্রচেষ্টাতে তুলে নেন। যার ফলে গেমস রেকর্ড গড়ে সোনা জেতেন বাংলার এই প্রতিভা। সবমিলিয়ে ৩১৩ কেজি(১৪৩ কেজি+১৭০ কেজি)ভার তোলেন অচিন্ত্য।

বার্মিংহ্যামে ভারোত্তোলন থেকে একের পর এক পদক জিতছে ভারত। সবমিলিয়ে এখনও পর্যন্ত ৬ টি পদক এসেছে ভারতের হাতে। ৬ টি পদকই ভারোত্তোলন থেকে। মীরাবাঈ চানু এবং জেরেমি লালরিনুঙ্গার পর সোনা জিতলেন অচিন্ত্য। রূপো জিতেছেন সঙ্কেত সরগর এবং বিন্দিয়ারানি দেবী। ব্রোঞ্জ জিতেছেন গুরুরাজা পূজারী।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in