IND vs AUS: মায়ের পাশেই কামিন্স, আমেদাবাদেও অজি দলের নেতা স্টিভ স্মিথ

দিল্লি টেস্টের পরেই অস্ট্রেলিয়া ফিরে গিয়েছেন প্যাট কামিন্স। আপাতত সিডনিতেই থাকছেন তিনি। কামিন্সের মা স্তন ক্যান্সারে ভুগছেন। চিকিৎসা চলছে তাঁর। মায়ের পাশেই রয়েছেন অজি অধিনায়ক।
স্টিভ স্মিথ
স্টিভ স্মিথফাইল চিত্র

আমেদাবাদ টেস্টেও অংশ নিচ্ছেন না অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স। তাই বর্ডার-গাভাসকার ট্রফির চতুর্থ তথা শেষ টেস্টেও ব্যাগি গ্রিনদের নেতৃত্ব সামলাবেন স্টিভ স্মিথ। প্রথম দুই টেস্টে শোচনীয় পরাজয়ের পর ইন্দোরে স্মিথের অধিনায়কত্বেই ঘুরে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া।

দিল্লি টেস্টের পরেই অস্ট্রেলিয়া ফিরে গিয়েছেন প্যাট কামিন্স। আপাতত সিডনিতেই থাকছেন তিনি। কামিন্সের মা স্তন ক্যান্সারে ভুগছেন। চিকিৎসা চলছে তাঁর। মায়ের পাশেই রয়েছেন অজি অধিনায়ক। ক্রিকেট ডট কম তাদের প্রতিবেদনে জানিয়েছে, কামিন্স চতুর্থ টেস্টের জন্য অস্ট্রেলিয়ায় যাচ্ছেন না। নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথই। তবে টেস্ট সিরিজের পর আসন্ন ওডিআই সিরিজে প্যাট কামিন্স ফিরবেন কিনা সে বিষয়ে প্রতিবেদনে কিছু জানানো হয়নি।

ইন্দোর টেস্টে দলকে জেতানোর পর স্মিথ জানিয়েছিলেন, অধিনায়ক হিসাবে তার সময় "সমাপ্ত" এবং এটি এখন "প্যাটের দল"। কিন্তু আমেদাবাদ টেস্টেও এখন তাঁর কাঁধেই থাকছে গুরু দায়িত্ব। স্মিথ ৯ উইকেটে ইন্দোর টেস্টে জয়ের পর সাংবাদিক সম্মেলনে বলেছিলেন, ভারত এমন একটা জায়গা, যেখানে তিনি সবসময়ই অধিনায়কত্ব করতে ভালোবাসেন। এখন আমেদাবাদ টেস্টে অস্ট্রেলিয়া তাঁর হাত ধরে সমতা ফিরে পাওয়ার অপেক্ষায়।

ইতিমধ্যেই, পেসার নাথান এলিস আহত ঝাই রিচার্ডসনের পরিবর্তে অস্ট্রেলিয়ার ওডিআই স্কোয়াডে যোগ দিয়েছেন। একদিনের সিরিজে কামিন্স না ফিরলে অধিনায়কত্ব দেওয়া হতে পারে স্মিথ কিংবা অ্যালেক্স ক্যারিকে।

স্টিভ স্মিথ
টিকা ছাড়া আমেরিকায় প্রবেশ নয়, ইন্ডিয়ান ওয়েলস থেকে সরে দাঁড়ালেন এই টেনিস তারকা

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in