টিকা ছাড়া আমেরিকায় প্রবেশ নয়, ইন্ডিয়ান ওয়েলস থেকে সরে দাঁড়ালেন এই টেনিস তারকা

অস্ট্রেলিয়ান ওপেনে গতবছর এই কারণেই অংশ নিতে পারেননি জকোভিচ। উইম্বলডন জয়ের পরে ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে গত বছর ইউএস ওপেনও খেলতে পারেননি।
ইন্ডিয়ান ওয়েলস থেকে সরে দাঁড়ালেন জকোভিচ
ইন্ডিয়ান ওয়েলস থেকে সরে দাঁড়ালেন জকোভিচছবি - নোভাক জকোভিচের ট্যুইটার

করোনা টিকা না নেওয়ায় কারণে গতবার অস্ট্রেলিয়া থেকে বিতাড়িত করা হয়েছিল নোভাক জকোভিচকে। ফের একইরকম ছবি দেখা গেল আমেরিকায়। আগামী সপ্তাহে মার্কিন মুলুকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্স ইভেন্ট। করোনা টিকা না নেওয়ায় আমেরিকায় প্রবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে না সার্বিয়ান মহাতারকাকে। আয়োজকরা রবিবার নিশ্চিত করেছে, এই প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন জকোভিচ।

মার্কিন যুক্তরাষ্ট্র এখনও টিকাবিহীন আন্তর্জাতিক ভ্রমণকারীদের দেশে প্রবেশের অনুমতি দেয় না। ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন সম্প্রতি ইঙ্গিত দিয়েছে যে অন্তত এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত নীতিটি পরিবর্তন হবে না। যে কারণে, হোমল্যান্ড পুলিশ তাঁকে আমেরিকায় ঢুকতে বাধা দিচ্ছে। ফ্লোরিডার সেনটর রিক স্কট সাফ জানিয়ে দিয়েছেন জকোভিচের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হবে না। তবে জকোভিচ যাতে প্রতিযোগীতায় অংশগ্রহণ করতে পারে তার জন্য তিনি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে এবিষয়ে হস্তক্ষেপের অনুরোধ করেছিলেন।

অস্ট্রেলিয়ান ওপেনে গতবছর এই কারণেই অংশ নিতে পারেননি জকোভিচ। উইম্বলডন জয়ের পরে ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে গত বছর ইউএস ওপেনও খেলতে পারেননি। এবার ইন্ডিয়ান ওয়েলসেও নামতে পারবেন না ২২ টি গ্র্যান্ডস্ল্যাম বিজয়ী সার্বিয়ান মহাতারকা। একটি সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, জোকোভিচের পরিবর্তে মাঠে নামবেন নিকোলোজ বাসিলাশভিলি।

জকোভিচকে আমেরিকায় প্রবেশে অনুমতি দেওয়ার জন্য সমর্থন জানিয়েছিল ইউএস টেনিস অ্যাসোসিয়েশন এবং ইউএস ওপেনের আয়োজকরা। তবে ইন্ডিয়ান ওয়েলসে আর দেখতে পাওয়া যাচ্ছে না জোকারকে। এই প্রতিযোগীতার পরেই, রয়েছে মিয়ামি ওপেন। এখানেও জকোভিচ অংশ নিতে পারবেন না বলে অনুমান করা হচ্ছে।

ইন্ডিয়ান ওয়েলস থেকে সরে দাঁড়ালেন জকোভিচ
EPL: ৭-০ গোলে পরাজয়! অ্যানফিল্ডে দুঃস্বপ্নের রাত কাটালো ম্যান ইউনাইটেড

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in