CSA: বর্ণবিদ্বেষের অভিযোগ থেকে মুক্তি পেলেন প্রোটিয়া কোচ মার্ক বাউচার

বাউচারের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন জাতীয় দলের প্রাক্তন সতীর্থ পল অ্যাডামস এবং জাতীয় দলের প্রাক্তন সহকারী কোচ কুই। বাউচার দুটি অভিযোগই অস্বীকার করেছিলেন।
মার্ক বাউচার
মার্ক বাউচারফাইল চিত্র - সংগৃহীত

প্রোটিয়াদের হেড কোচ মার্ক বাউচারের বিরুদ্ধে সমস্ত শাস্তিমূলক অভিযোগ প্রত্যাহার করছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। সিএসএ-র তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে বাউচারের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ সহ সমস্ত শৃঙ্খলামূলক অভিযোগ ভিত্তিহীন। তাই আনুষ্ঠানিকভাবে বাউচারের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ প্রত্যাহার করছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।

গত বছরের ডিসেম্বর মাসে বেশ কিছু জনের বিরুদ্ধে বর্ণবিদ্বেষের অভিযোগ উঠেছিলো সোশ্যাল জাস্টিস এন্ড নেশন বিল্ডিং বোর্ডের রিপোর্টে। সেখানে গ্রেইম স্মিথ, মার্ক বাউচার সহ আরও কয়েকজন ক্রিকেটারের নামও ছিলো।

বাউচারের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন জাতীয় দলের প্রাক্তন সতীর্থ পল অ্যাডামস এবং জাতীয় দলের প্রাক্তন সহকারী কোচ কুই। বাউচার দুটি অভিযোগই অস্বীকার করেছিলেন। তবে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা তদন্ত চালিয়ে যায়।

তদন্তের পর সিএসএ বাউচারের ওপর ওঠা অভিযোগের কোনো সঠিক প্রমাণ পায়নি। তাই তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ প্রত্যাহার করে নিয়েছে প্রোটিয়া বোর্ড। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক তথা পরিচালক গ্রেইম স্মিথের বিরুদ্ধেও বর্ণবিদ্বেষের অভিযোগ উঠেছিলো। গত মাসে সিএসএ তাঁকেও ক্লিনচিট দেন। এখন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাউচারের ওপরই ভরসা রাখছে প্রোটিয়া বোর্ড।

মার্ক বাউচার
Asia Cup Hockey: দল ঘোষণা ভারতের, অবসর ভেঙে ফিরেছেন রুপিন্দর, বীরেন্দ্র

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in