
ভারত অধিনায়কের হয়ে মাঠে নামলেন স্ত্রী সোনম ভট্টাচার্য। বেশ কিছুদিন ধরেই ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন কেরালা ব্লাস্টার্সের সমর্থকরা। অধিনায়কের কুশপুতুলও পোড়ানো হয়েছে। এবার তার বিরুদ্ধেই সোশ্যাল মিডিয়ায় সরব হলেন সোনম।
৩ মার্চ আইএসএলের প্রথম নকআউটে কেরালা বনাম বেঙ্গালুরুর ম্যাচ ছিল। সেই ম্যাচে সুনীল ছেত্রীর করা গোল নিয়েই যত বিতর্ক। ইনস্টাগ্রামে সুনীল ছেত্রীর স্ত্রী লেখেন, "ফুটবল, প্রতিদ্বন্দ্বিতা, আবেগ এবং সমর্থনের মধ্যেও আমরা কীভাবে একে অপরের প্রতি সদয় এবং সুশীল হতে ভুলে গেলাম?"
তিনি আরও লেখেন, "আমি আন্তরিকভাবে আশা করি যে আপনি সোশ্যাল মিডিয়াতে আপনার সমস্ত ঘৃণা, বিষাক্ত চিন্তাভাবনা এবং হতাশা পিছনে ফেলে প্রিয়জনদের সাথে শান্তিতে বাড়িতে আছেন। সাথেও এটাও আশা করছি একটা পরিবারকে গালিগালাজ ও হুমকি দিয়ে যা চেয়েছেন তাই পেয়েছেন।"
পাশাপাশি সোনম এও লিখেছেন, কেরালা একটি সুন্দর রাজ্য। সেখানকার মানুষেরাও খুবই ভালো। তাঁদের আপ্যায়ন করার ধরণও আমাকে মুগ্ধ করে। তাই কোনো ঘৃণাই কেরালা সম্পর্কে আমার ধারণাকে বদলাতে পারবে না।
প্রসঙ্গত উল্লেখ্য, গত ৩ মার্চ কেরালা ব্লাস্টার্স বনাম বেঙ্গালুরু এফসির ম্যাচ নির্ধারিত সময় পর্যন্ত গোলশূন্য ছিল। কিন্তু ৯৭ মিনিটে ফ্রি-কিক থেকে গোল করে দলকে সেমিফাইনালে তোলেন সুনীল ছেত্রী। রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে খেলা চলাকালীনই দল তুলে নেন কেরালা কোচ। এরপর থেকেই সুনীল ছেত্রীকে নিয়ে কটূক্তি করতে থাকেন কেরালা সমর্থকরা। কেরালার রাস্তায় ভারত অধিনায়কের কুশপুতুলও পোড়ানো হয়। অনেকে বলেন বেঙ্গালুরু এফসিই আইএসএল চ্যাম্পিয়ন হবে। কারণ রেফারি তাদের সাথে আছে।
GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন