

দেশের ১৬তম এবং নিজের দ্বিতীয় কোপা আমেরিকা জয়ের লক্ষ্যে নামছেন মেসি। প্রতিপক্ষ কলোম্বিয়া। এবার তিনি কোপা জিততে চান সতীর্থ ডি মারিয়ার জন্য। সেমি-ফাইনালে জিতেও সেই বার্তাই দিয়েছেন লিও।
আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকার ফাইনাল সম্ভবত ডি মারিয়ার শেষ ম্যাচ হতে চলেছে। মেসিও ইঙ্গিত দিচ্ছেন নিজের অবসরের। তবে কিছু এখনও চূড়ান্ত নয়। সতীর্থ ডি মারিয়ার জন্য ২০২৪ কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হতে চান মেসি। দলের বাকি সদস্যদেরও সেই বার্তা দিয়েছেন তিনি। মেসি জানান, আমার বন্ধু ডি মারিয়ার জন্য এবার চ্যাম্পিয়ন হতে চাই আমরা।
সেমি-ফাইনাল শেষে ডি মারিয়া জানিয়েছিলেন, "আমি জাতীয় দলের হয়ে নিজের শেষ ম্যাচ খেলার জন্য প্রস্তুত নই। তবে সময় চলে এসেছে। ফাইনালে যাই হয়ে যাক না কেন, আমি মনে করি অবসর নিতে পারব। দেশের জন্য আমি আমার সবকিছু দিয়েছি।"
তিনি আরও জানিয়েছিলেন, "আমি সবসময় এই জার্সির জন্য আমার জীবন দিয়েছি। একটা সময় ছিল এই জার্সি পাওয়ার জন্য আমি মরিয়া হয়ে উঠেছিলাম। এখন সেই জার্সিকে সম্মানিত করতে পেরেছি আমি। আর যাঁরা আমাকে সমর্থন করেছেন তাঁদের কাছে আমি কৃতজ্ঞ।"
কোপা আমেরিকার ফাইনাল হবে আগামী সোমবার, ভোর ৫.৩০ মিনিটে। ১৬তম খেতাব জয়ের লক্ষ্যে নামছে আর্জেন্টিনা ((১৯২১, ১৯২৫, ১৯২৭, ১৯২৯, ১৯৩৭, ১৯৪১, ১৯৪৫, ১৯৪৬, ১৯৪৭, ১৯৫৫, ১৯৫৭, ১৯৫৯, ১৯৯১, ১৯৯৩, ২০২১)। চ্যাম্পিয়ন হলেই কোপা আমেরিকা ট্রফির নিরিখে উরুগুয়েকে পিছনে ফেলবেন মেসিরা। উরুগুয়ে জিতেছে ১৫টি কোপা।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন