CWG: টেবিল টেনিসে সোনা জয় ভারতের, ভারোত্তোলনে দেশকে রূপো এনে দিলেন বিকাশ ঠাকুর

২০১৮ সালে গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসেও সোনা এসেছিলো ছেলেদের টেবিল টেনিসে। এবারও নিজেদের স্টাইলেই পদক জিতলেন ভারতের প্যাডলাররা।
টেবিল টেনিসে সোনা জয় ভারতের
টেবিল টেনিসে সোনা জয় ভারতেরছবি সৌজন্যে নরেন্দ্র মোদীর টুইটার হ্যান্ডেল
Published on

লন বল ফোরসে ভারতীয় মহিলা দলের ঐতিহাসিক সোনা জয়ের অল্প সময় পরেই ফের এক সুসংবাদ। আরও একটি সোনা জিতলো ভারত। এবার সাফল্য টেবিল টেনিসে। সিঙ্গাপুরকে ৩-১ ব্যবধানে হারিয়ে সোনা জিতলো ভারতের ছেলেরা। পাশাপাশি আরও একটি পদক এলো ভারতের ঝুলিতে। ভারোত্তোলনে রূপো জিতলেন বিকাশ ঠাকুর।

২০১৮ সালে গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসেও সোনা এসেছিলো ছেলেদের টেবিল টেনিসে। এবারও নিজেদের স্টাইলেই পদক জিতলেন ভারতের প্যাডলাররা। মঙ্গলবার সিঙ্গাপুরের বিপক্ষে ৩-০ ব্যবধানে ডাবলস জিতে ভারতকে দুর্দান্ত শুরু দেন হরমীত দেসাই এবং জি সাথিয়ান। যদিও এরপর হতাশ করেন শরথ কমল। সিঙ্গলসে ১-৩ ব্যবধানে হেরে যান তিনি। তবে এরপর সাথিয়ান এবং হরমীত তাঁদের সিঙ্গলস ম্যাচ জিতে দলকে ৩-১ ব্যবধানে জয় এনে দেন।

গ্রুপ পর্বে বার্বাডোজ, সিঙ্গাপুর এবং উত্তর আয়ারল্যান্ডকে একতরফা ভাবে ৩-০ ব্যবধানে হারায় ভারত। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশকে হারানোর পর সেমিফাইনালে ৩-০ ব্যবধানে ভারত হারায় নাইজেরিয়াকে। মঙ্গলবার সিঙ্গাপুরকে হারিয়ে ভারতকে চলতি কমনওয়েলথ গেমসে পঞ্চম সোনা এনে দিলেন হরমীত, সাথিয়ানরা।

বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনে পদকের বন্যা বইয়ে যাচ্ছে ভারতীয় অ্যাথলিটরা। পুরুষদের ৯৬ কেজি বিভাগে রূপো জিতে ভারোত্তোলনে দেশের হয়ে আট নম্বর পদক জিতলেন বিকাশ। স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে মোট ৩৪৬ কেজি(১৫৫ কেজি +১৯১ কেজি) ভার তোলেন।

এই নিয়ে টানা তিন কমনওয়েলথ গেমস থেকে দেশকে পদক এনে দিলেন বিকাশ। ২০১৪ সালে গ্লাসগো কমনওয়েলথ গেমসে রুপো জেতেন তিনি। ২০১৮ গোল্ড কোস্ট কমনওেলথ গেমসে ব্রোঞ্জ জেতেন।

টেবিল টেনিসে সোনা জয় ভারতের
CWG: দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে লন বলে ঐতিহাসিক সোনা জিতলো ভারত

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in