ঋষভ পান্ত
ঋষভ পান্তছবি সংগৃহীত

'খেলতে আসছি', আইপিএল শুরুর আগে ঋষভের ভিডিও ঘিরে জল্পনা

এই ভিডিও প্রকাশ হওয়ার পরেই রীতিমত গুঞ্জন শুরু হয়। তবে কি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন ঋষভ। আসন্ন আইপিএলেই কি দেখা যাবে তাঁকে?
Published on

আইপিএল খেলবেন ঋষভ পান্ত? বুধবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ হয়েছে। যেখানে পান্ত বলছেন, "সবাই যদি খেলছে তবে আমি কেন না? আমি এখনও খেলার মধ্যে আছি বস! আমি খেলতে আসছি"। এই ভিডিও প্রকাশ হওয়ার পরেই রীতিমত গুঞ্জন শুরু হয়। তবে কি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন ঋষভ। আসন্ন আইপিএলেই কি দেখা যাবে তাঁকে? না। তেমনটা নয়। জানা যাক আসল ঘটনাটা কী!

সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি ঘুরে বেড়াচ্ছে তা হল একটি ফুড ডেলিভারি অ্যাপের বিজ্ঞাপন। এই প্রচারমূলক ভিডিওতে ঋষভ বলছেন, "ক্রিকেট আর খাবার। দুটি জিনিস ছাড়া আমি বাঁচতে পারি না। গত কয়েক মাসে ক্রিকেট খেলতে পারিনি। কিন্তু ডাক্তাররা আমাকে ঠিকমত খেতে বলেছেন। তাই আমার বাড়িতে প্রচুর স্বাস্থ্যকর খাবার ছিল...ক্রিকেট মরশুম শীঘ্রই শুরু হচ্ছে। তখনই মনে হলো সবাই খেললে আমি কেন না? আমি এখনো খেলার মধ্যে আছি বস! আমি খেলতে আসছি।"

২০২২ সালের ডিসেম্বরে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম হন টিম ইন্ডিয়ার তারকা উইকেটকিপার ব্যাটার ঋষভ পান্ত। নিজের শহর রুরকি যাওয়ার পথে দিল্লি-দেরাদুন হাইওয়েতে তাঁর মার্সিডিজ গাড়িটি একটি ডিভাইডারের সাথে ধাক্কা খায়। গাড়িতে আগুন ধরে যায়। গুরুতর আহত হন ঋষভ। তারপর থেকেই ক্রিকেট থেকে বাইরে রয়েছেন তিনি। সম্প্রতি তিনি রিহ্যাব শুরু করেছেন এবং নিজের হাঁটার ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ারও করেছেন।

ঋষভের অনুপস্থিতিতে দিল্লি ক্যাপিটালসের অধিনায়কত্বের দায়ভার এসেছে ডেভিড ওয়ার্নারের ওপর। শনিবার কেএল রাহুলের নেতৃত্বাধীন লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে তাদের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩ - এর অভিযান শুরু করবে দিল্লি।

ঋষভ পান্ত
IPL 2023: ১ এপ্রিল পাঞ্জাবের বিরুদ্ধে নামছে কেকেআর, দেখে নিন নাইটদের পূর্ণাঙ্গ সূচী
ঋষভ পান্ত
কুরাসাওর বিপক্ষে মেসির হ্যাটট্রিক, আন্তর্জাতিক ফুটবলে গোলের সেঞ্চুরি এলএম টেনের

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in