কুরাসাওর বিপক্ষে মেসির হ্যাটট্রিক, আন্তর্জাতিক ফুটবলে গোলের সেঞ্চুরি এলএম টেনের

দেশের জার্সিতে এটি মেসির সপ্তম হ্যাটট্রিক এবং বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর প্রথম। ম্যাচের ২০, ৩৩ এবং ৩৭ মিনিটে গোল করেন মেসি।
হ্যাটট্রিক করলেন মেসি
হ্যাটট্রিক করলেন মেসিছবি আর্জেন্টাইন ন্যাশনাল ফুটবল টিমের ফেসবুক পেজ

একের পর এক রেকর্ড গড়ে চলেছেন লিওনেল মেসি। অদম্য এলএম টেনকে যেনো থামানোই যাচ্ছে না। গত ম্যাচেই কেরিয়ারের ৮০০ তম গোলের দেখা পেয়েছিলেন বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা অধিনায়ক। বুধবার ভোরে দক্ষিণ আমেরিকার ছোট্টো দ্বীপরাষ্ট্র কুরাসাও-এর বিপক্ষে করলেন দুর্দান্ত হ্যাটট্রিক। সেইসঙ্গে ইতিহাসের মাত্র তৃতীয় ফুটবলার হিসেবে আন্তর্জাতিক ফুটবলে গোলের সেঞ্চুরি করলেন লিওনেল মেসি।

কুরাসাওকে ৭-০ গোলে পর্যুদস্ত করেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই ম্যাচের প্রথমার্ধেই হ্যাটট্রিক করেন সাত বারের ব্যালন ডি'অর জয়ী। দেশের জার্সিতে এটি মেসির সপ্তম হ্যাটট্রিক এবং বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর প্রথম। ম্যাচের ২০, ৩৩ এবং ৩৭ মিনিটে গোল করেন মেসি। আর্জেন্টিনার হয়ে বাকি গোল গুলি আসে নিকোলাস গঞ্জালেজ, এনজো ফার্নান্দেজ, অ্যাঞ্জেলো ডি মারিয়া এবং গঞ্জালো মন্টিয়েল।

কুরাসাও-এর জালে প্রথমবার বল জড়িয়েই রেকর্ড গড়েন আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোলস্কোরার। মাত্র তৃতীয় ফুটবলার হিসেবে আন্তর্জাতিক স্তরে ১০০ গোল করে ফেলেন তিনি। বর্তমানে মেসির গোলসংখ্যা ১০২। এই তালিকায় শীর্ষে রয়েছেন মেসির চিরপ্রতিদন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগীজ মহাতারকার আন্তর্জাতিক গোলসংখ্যা ১২২। দ্বিতীয় স্থানে রয়েছেন ইরানের আলি দাই। তিনি আন্তর্জাতিক গোল করেছেন ১০৯ টি।

লিওনেল মেসি দেশের জার্সিতে প্রথম গোলটি পেয়েছিলেন ২০০৬ সালে। প্রতিপক্ষ ছিল ক্রোয়েশিয়া। ওই ম্যাচেই অভিষেক ঘটেছিল বিশ্ব ফুটবলের আর এক মহাতারকা লুকা মড্রিচের। সেই ম্যাচে ক্রোয়েশিয়াকে ৩-২ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। এরপর আন্তর্জাতিক ফুটবলে মেসি কাটিয়েছেন ১৭ বছর। এবার ১০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন তিনি।

হ্যাটট্রিক করলেন মেসি
Euro Cup Qualification: ফ্রান্সের কাছে শোচনীয় পরাজয়ের পর ঘুরে দাঁড়ালো নেদারল্যান্ডস

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in