Clive Lloyd: বর্ধমানে আসবেন ক্লাইভ লয়েড, দেখা হতে পারে সৌরভের সঙ্গে

সংহতি ক্লাবের ক্রিকেট টুর্নামেন্টেও প্রধান অতিথি তিনি। ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনে সাতগাছিয়ায় আসছেন প্রায় আশি ছুঁয়ে ফেলা লয়েড।
ক্লাইভ লয়েড
ক্লাইভ লয়েডফাইল ছবি সংগৃহীত
Published on

বাংলার গ্রামে এ বার পড়ছে কিংবদন্তী ক্রিকেটার ক্লাইভ লয়েডের। দু’বারের বিশ্ব চ্যাম্পিয়ন লয়েড তিনটে বিশ্বকাপে নেতৃত্ব দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজকে। তিনি আসছেন বর্ধমানের পূর্ব সাতগাছিয়া হাইস্কুলের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে। সেখানে সংহতি ক্লাবের ক্রিকেট টুর্নামেন্টেও প্রধান অতিথি তিনি। ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনে সাতগাছিয়ায় আসছেন প্রায় আশি ছুঁয়ে ফেলা লয়েড।

শনিবার বিকেলে এই বিষয়ে কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে এক প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়। সেখানে সংহতি ক্লাবের প্রেসিডেন্ট ও সাতগাছিয়া হাইস্কুলের ৭৫ বছর উদযাপন কমিটির মুখ্য উপদেষ্টা সুরজিৎ বক্সি বলেন, ‘আমাদের গ্রামে অতীতে মহম্মদ আজহারউদ্দিন, সন্দীপ পাটিলদের মতো তারকারা এলেও ক্লাইভ লয়েডের মতো একজন কিংবদন্তীকে পেয়ে আমরা আপ্লুত। উনি যে শেষ পর্যন্ত আসছেন, আমরা ভাবতেই পারছি না। আমাদের গ্রামের কাছে এ এক গর্বের দিন। এখন থেকেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।’

এই বয়সেও লয়েডকে ওয়েস্ট ইন্ডিজ থেকে উড়িয়ে বাংলার গ্রামে নিয়ে আসার মতো অসাধ্য সাধন করেছেন যিনি, সেই বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক দেবাশিস দত্ত বলেন, ‘আমি যখন ফোনে লয়েডের সঙ্গে কথা বলেছিলাম, ভাবতেই পারিনি উনি এত তাড়াতাড়ি রাজি হয়ে যাবেন! এখনও যেন স্বপ্নের মতো মনে হচ্ছে! কলকাতায় তিনদিন থাকছেন তিনি। যদি চান, ইডেনেও যেতে পারেন।’ সিএসজেসি প্রেসিডেন্ট সুভেন রাহার কথায়, ‘লয়েডের মতো এমন একজন ব্যক্তিত্ব গ্রামে আসছেন, এটা সাতগাছিয়ার গৌরব বাড়িয়ে দিল আরও।’

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in