ISL 2023-24: মুম্বই ম্যাচে ক্লেটনের না থাকা চিন্তায় রেখেছে ইস্টবেঙ্গল কোচকে!

People's Reporter: কুয়াদ্রাত বলেন, "এটা ঠিকই যে এই ম্যাচে ক্লেটনকে পাব না। তবে ওর অভাব পূরণের জন্য আমাদের আরও মাথা খাটিয়ে খেলতে হবে"।
কুয়াদ্রাত
কুয়াদ্রাতছবি - ইস্টবেঙ্গল এফসির ফেসবুক পেজ

মঙ্গলবার যুবভারতীতে মুম্বই এফসির বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল। মুম্বই আইএসএলের অন্যতম শক্ত দল। তার ওপর কার্লস কুয়াদ্রাতের ইস্টবেঙ্গল শেষ ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেডের কাছে হেরে বেশ চাপে।

মুম্বই ম্যাচে নামার আগে ইস্টবেঙ্গল কোচ কুয়াদ্রাত জানান, 'কিছুদিন আগেই ম্যাচ খেলেছি আমরা। তাই গত ম্যাচের সব খেলোয়াড়কে এই ম্যাচে পাওয়া সম্ভব না। রোটেশন পদ্ধতি অবলম্বন করব আমরা। এমন কয়েকজনকে কাল মাঠে নামতে হবে, যারা এখন পর্যন্ত সে রকম সুযোগ পায়নি। এক মাসে আমাদের আটটা ম্যাচ খেলতে হচ্ছে। খেলোয়াড়দের সুরক্ষিত করা আমার কাজ। আমাদের সামনে এখন দশটা ম্যাচ যেগুলো সবই কার্যত ফাইনালের মতো। তাই দলের সবাইকেই কাজে লাগানোর চেষ্টা করব। প্লে অফে পৌঁছতে আমাদের জয়ের সংখ্যা বাড়াতে হবে"।

কার্ড সমস্যার জন্য এই ম্যাচে নেই ব্রাজিলীয় স্ট্রাইকার ক্লেটন সিলভা। ফলে পুরো পরিকল্পনাটাই অন্য ভাবে ছকতে হচ্ছে স্প্যানিশ কোচকে। কুয়াদ্রাত বলেন, "এটা ঠিকই যে এই ম্যাচে ক্লেটনকে পাব না। তবে ওর অভাব পূরণের জন্য আমাদের আরও মাথা খাটিয়ে খেলতে হবে"।

তিনি আরও বলেন, মুম্বই সিটি এফসি এই ম্যাচের প্রস্তুতির জন্য আমাদের চেয়ে বেশি সময় পেয়েছে। তবু আমাদের এই ম্যাচ থেকে পুরো পয়েন্ট তোলার লক্ষ্যই থাকবে। তবে সেটা অন্য উপায়ে। আমরা এখন পর্যন্ত অন্যদের চেয়ে কম ম্যাচ খেলেছি। এটা একটা সুবিধা। আবার আমরা গত ম্যাচে হেরে এই ম্যাচে নামছি, এটা একটা নেতিবাচক ব্যাপার। তবে সেই ম্যাচ থেকে আমরা অনেক কিছু শিখেছি। সেরা ছয়ে থাকতে গেলে আমাদের আরও পরিশ্রম করতে হবে এবং তা কাজেও লাগাতে হবে।

কুয়াদ্রাত
Kelvin Kiptum: পথ দুর্ঘটনায় মৃত বিশ্ব রেকর্ডধারী ম্যারাথন দৌড়বিদ কেলভিন কিপটাম, মৃত্যু কোচেরও
কুয়াদ্রাত
Olympics 24: ব্রাজিলের বিদায়, ২৪ অলিম্পিকে দেখা যেতে পারে মেসিকে! জল্পনা উস্কে দিলেন প্রাক্তন সতীর্থ

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in