
আইএফএ কর্তাদের গোষ্ঠীদ্বন্দ্ব ফের প্রকাশ্যে। কিছুদিন আগে স্পনসর আসার বিষয় জানতেন না বলে আইএফএ-র সহ সভাপতি এবং সহ সচিবরা সচিব অনির্বাণ দত্তের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন।
গভর্নিং বডির সভায় আরও একবার তেমনই ছবি সামনে এলো। সহ সভাপতি সৌরভ পাল জানান, "আইএফএ শিল্ড যে মহিলাদের নিয়ে হচ্ছে সেটা তিনি জানতেন না। কেন বারবার কিছু সিদ্ধান্ত এভাবে না জানিয়ে করা হচ্ছে।" তখনই সচিব অনির্বাণ দত্ত জানান যে সচিবের ক্ষমতা আছে সিদ্ধান্ত নেওয়ার। আইএফএ শিল্ড কমিটি আছে তাঁদের সঙ্গে আলোচনা করেই করা হয়েছে।
এরপরই তীব্র বিতর্ক চলে সৌরভ পাল এবং অনির্বাণ দত্তর মধ্যে। এরপরে যদিও আলাদাভাবে আইএফএ কর্তারা ফের একবার বৈঠক করেন। বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেমন, আগামী দুই তিন বছরের লক্ষ্য নিয়ে কলকাতা ফুটবল লিগের সব ডিভিশনে দলের সংখ্যা এমন ভাবে রাখা হবে যাতে ভারসাম্য থাকে। যেমন পঞ্চম ডিভিশনের 'বি' গ্রুপের দলের সংখ্যা ১২টি। আবার এই পঞ্চম ডিভিশনের 'এ' গ্রুপে দল আছে ৪৪টি। যা সুষ্ঠ ফুটবলের জন্য ভালো নয়।
তাই এবার থেকে পঞ্চম ডিভিশন 'এ' গ্রুপ থেকে অবনমন হবে ৬টি দলের। আর 'বি' গ্রুপ থেকে উঠবে ২টি দল। এই ভাবে প্রতিটি ডিভিশনে অবনমন দলের সংখ্যা বাড়ানো হলে আগামী দুই তিন বছরে লিগের সব ডিভিশন ভারসাম্যে পৌঁছতে পারবে। সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত এদিনের গভর্নিং বডির সভায় পাশ হয়ে গেল।
GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন