

চুনী গোস্বামীর নামাঙ্কিত পালতোলা নৌকার আদলে মোহনবাগান গেট উদ্বোধন হল পয়লা বৈশাখের সকালে। উদ্বোধন করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাসকর।
সানি চুনীর বিরুদ্ধে খেলছেন। তিনি পুরোনো স্মৃতিচারণ করতে গিয়ে জানালেন, 'ভারতীয় ফুটবলের একজন আইকন চুনীদার নামাঙ্কিত এই গেটের উদ্বোধন করতে পারাটা আমার কাছে পরম গৌরব ও সৌভাগ্যের। চুনীদার বিরুদ্ধে রঞ্জি ট্রফিতে ম্যাচ খেলার সৌভাগ্য হয়েছিল আমার। সেই ম্যাচে চুনী দাকে ভুল আউট দেওয়া হয়। উনি ভারতীয় ফুটবলের ডন ব্র্যাডমান। আমাকে উনার নামের গেটের উদ্বোধন করার সুযোগটা দেওয়ার জন্য মোহনবাগানের সকলকে অনেক অনেক ধন্যবাদ।'
এরপর গাভাসকর জানালেন, আমার ছেলে রোহন ফুটবলের বড় ফ্যান। আমাকে যখন এই অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানানো হয়, তখন ও খবরটা শুনে দারুণ খুশি হয়েছিল। রোহন কলকাতাকে আমার থেকেও খুব ভালো করে জানে। আমি জানি যে ও কত সময় কলকাতায় কাটিয়েছে। আমিও কলকাতাকে ভালবাসি। রোহনের হৃদয়ে রয়েছে কলকাতা।'
এদিন গাভাসকর ছাড়াও চুনী গোস্বামী নামাঙ্কিত নতুন ফটকের উদ্বোধনে হাজির ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, পর্যটনমন্ত্রী বাবুল সুপ্রিয়, প্রয়াত চুনী গোস্বামীর স্ত্রী বাসন্তী গোস্বামী, মোহনবাগান ক্লাব প্রেসিডেন্ট টুটু বসু, সচিব দেবাশিষ দত্ত সহ আরও অনেকে। এছাড়াও এদিন অনুষ্ঠানে হাজির ছিলেন দিব্যেন্দু বিশ্বাস, জেভিয়ার পায়াস, সত্যজিৎ চ্যাটার্জি সহ এক ঝাঁক প্রাক্তন ফুটবলার।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন