Korea Open: চীনা প্রতিপক্ষকে হারিয়ে কোরিয়া ওপেনের ফাইনালে চিরাগ-সাত্বিক জুটি!

ইউসুয়ের জিন্নাম স্টেডিয়ামে ৪০ মিনিট হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই চীনা প্রতিপক্ষকে হারান তাঁরা। প্রথম সেট জেতেন ২১-১৫ ব্যবধানে। দ্বিতীয়টি জেতেন ২৪-২২ ব্যবধানে।
কোরিয়া ওপেনের ফাইনালে চিরাগ-সাত্ত্বিক জুটি
কোরিয়া ওপেনের ফাইনালে চিরাগ-সাত্ত্বিক জুটিছবি - আই এ এন এস-র ট্যুইটার
Published on

বিশ্বের দু'নম্বর জুটিকে হারিয়ে কোরিয়া ওপেন সুপার ৫০০ টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিল সাত্ত্বিক-চিরাগ জুটি। স্ট্রেট গেমে চীনা প্রতিপক্ষকে ২১-১৫ এবং ২৪-২২ স্কোরে হারায় তাঁরা।

সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি ও চিরাগ সেট্টি জুটির দৌড় যেন থামার নয়। কোরিয়া ওপেনের সেমিফাইনালে চীনের লিয়াং ওয়েই কেং এবং ওয়াং চাং জুটির মুখোমুখি হয় ভারতীয় তারকা জুটি। ইউসুয়ের জিন্নাম স্টেডিয়ামে ৪০ মিনিট হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই চীনা প্রতিপক্ষকে হারান তাঁরা। প্রথম সেট জেতেন ২১-১৫ ব্যবধানে। দ্বিতীয়টি জেতেন ২৪-২২ ব্যবধানে।

চীনের এই জুটির বিরুদ্ধে প্রথম জিতলেন তাঁরা। এর আগে দু'বার মুখোমুখি হয়েছিল দুই প্রতিপক্ষ। দুবারই ফলাফল চীনের পক্ষে যায়। চলতি বছরই এই জুটি (চীন) থাইল্যান্ড ও ইন্ডিয়া ওপেন জিতে সকলের নজর কেড়েছে। ফলে সেমিফাইনাল বেশ চ্যালেঞ্জের ছিল ভারতীয় জুটির কাছে।

প্রথম গেমে আধিপত্য বজায় রাখে চিরাগ-সাত্ত্বিক জুটি। প্রথম ৩-৩ থেকে ৫-৫ হয়। সেখান থেকে হয় ৭-৫। তারপর স্কোর দাঁড়ায় ১৪-৮। ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও ব্যর্থ হয় চীনা প্রতিপক্ষ।

দ্বিতীয় গেমও ভারতীয় জুটিই জেতে। তবে কামব্যাক করে লিয়াং ওয়েই কেং এবং ওয়াং চাং জুটি। ২-২ থেকে ৮-৮ হয়। তারপর ভারতীয় জুটিকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলে চীনা প্রতিপক্ষ। ২২-২২ পয়েন্ট হওয়ার পর ২৪-২২ ব্যবধানে জয় পায় সাত্ত্বিক-চিরাগ জুটি।

উল্লেখ্য, জুন মাসেই ইন্দোনেশিয়া ওপেন জিতেছে ভারতের তারকা জুটি। এক মাসের মধ্যে আরও একটি খেতাব জয়ের হাতছানি। তাঁরা কোরিয়া ওপেন চ্যাম্পিয়ন হবে কিনা তা সময়ই বলবে। ফাইনালে তাঁদের প্রতিপক্ষ হবে টুর্নামেন্টের শীর্ষ বাছাই ইন্দোনেশিয়ার ফজর আলফিয়ান-মহম্মদ রিয়ান আরদিয়ান্তো জুটি অথবা কোরিয়ার কাং মিন হিয়ুক এবং সিও সিউং জুটি।

কোরিয়া ওপেনের ফাইনালে চিরাগ-সাত্ত্বিক জুটি
'ট্রায়াল ছাড়া অংশ নিতে চাই না' - নাম না করে ভীনেশ ও বজরঙকে কটাক্ষ 'সহযোদ্ধা' সাক্ষীর
কোরিয়া ওপেনের ফাইনালে চিরাগ-সাত্ত্বিক জুটি
East Bengal: জোড়া জুনিয়র ফুটবলারকে সই করিয়ে চমক ইস্টবেঙ্গলের

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in