Chelsea: সোশ্যাল মিডিয়ায় চেলসির পোস্ট ঘিরে বিভ্রান্তি, আদৌ কি কলকাতায় খেলতে আসছে ব্লুজরা!

সোশ্যাল মিডিয়াতে ব্লুজদের অফিসিয়াল ফেসবুক পেজে চারটি ছবি পোস্ট করা হয়। যেখানে ২ রা অক্টোবর সাউদাম্পটনের বিপক্ষে যুবভারতীতে ম্যাচ খেলার ইঙ্গিত দেওয়া হয়।
Chelsea: সোশ্যাল মিডিয়ায় চেলসির পোস্ট ঘিরে বিভ্রান্তি, আদৌ কি কলকাতায় খেলতে আসছে ব্লুজরা!
ছবি - চেলসির অফিসিয়াল ফেসবুক পেজ

সোশ্যাল মিডিয়ায় প্রিমিয়ার লীগ ক্লাব চেলসির পোস্ট ঘিরে বিভ্রান্তি। পশ্চিম লন্ডনের বিখ্যাত ক্লাব চেলসির ভারত সফরে আসার খবর ছড়িয়ে পড়ার পর রীতিমত উত্তেজনা ছড়িয়ে পড়ে ভারতীয় ফুটবল সমর্থকদের মধ্যে। ব্লুজদের চার ম্যাচের মধ্যে দুটি ম্যাচ আবার যুবভারতীতে খেলা হবে বলেও জানা যায়। কিন্তু চেলসি কি আদৌ ভারতে ফুটবল খেলতে আসবে।

সোশ্যাল মিডিয়াতে ব্লুজদের অফিসিয়াল ফেসবুক পেজে চারটি ছবি পোস্ট করা হয়। যেখানে ২ রা অক্টোবর সাউদাম্পটনের বিপক্ষে যুবভারতীতে ম্যাচ খেলার ইঙ্গিত দেওয়া হয়। এছাড়াও ১৬ ই অক্টোবর যুবভারতীতে ব্রেন্টফোর্ডের বিপক্ষে আর একটি ম্যাচ এবং ২৩ শে অক্টোবর ভুবনেশ্বরে নরউইচ সিটির বিপক্ষে ও ৩০ শে অক্টোবর জামশেদপুরে নিউক্যাসেল ইউনাইটেডের বিপক্ষে ভারত সফরে টমাস টুখেলদের শেষ ম্যাচ খেলার খবর জানা যায়।

মঙ্গলবার সোশ্যাল মিডিয়াতে চেলসির এই পোস্টের পর রোমেলু লুকাকু, টিমো ওয়ের্নার, ম্যাসন মাউন্টদের খেলা দেখার জন্য রীতিমত আনন্দিত হয়ে পড়েছিলেন বাংলা তথা ভারতের ফুটবল সমর্থকেরা। কিন্তু ফুটবলপ্রেমীদের সেই প্রত্যাশা পূরণ হচ্ছে না। এই বছর নভেম্বরে কাতার বিশ্বকাপের পর্দা উঠবে। তার আগে চলবে প্রিমিয়ার লীগের ভরা মরশুম। এই সময় ইংল্যান্ড ছেড়ে ভারতে খেলতে আসার কোনো সম্ভাবনাই নেই ইউরোপের ঐতিহ্যবাহী ক্লাব চেলসির।

তবে সোশ্যাল মিডিয়াতে এই পোস্ট কেনো? তার কারণ গত বছরে চেলসির এই চারটি ম্যাচ ভারতে স্পেশ্যাল স্ক্রিনিং করা হয়েছিলো। এই পোস্টের মাধ্যমে গত মরশুমের উয়েফা চ্যাম্পিয়নস লীগ জয়ী টুখেলের ক্লাব ভারতীয়দের সেই স্মৃতিই জাগিয়ে তুলেছেন।

Chelsea: সোশ্যাল মিডিয়ায় চেলসির পোস্ট ঘিরে বিভ্রান্তি, আদৌ কি কলকাতায় খেলতে আসছে ব্লুজরা!
Roland Garros: মিডেলকুপকে সঙ্গে নিয়ে প্রথমবার ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে রোহন বোপান্না

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in