FIFA World Cup 22: কাতার বিশ্বকাপে গ্রুপ 'এ'-র ৪ দেশের ফুল স্কোয়াড দেখে নিন

গ্রুপ এ-র দেশগুলি হলো কাতার, ইকুয়েডর, সেনেগাল ও নেদারল্যান্ডস।
FIFA World Cup 22: কাতার বিশ্বকাপে গ্রুপ 'এ'-র ৪ দেশের ফুল স্কোয়াড দেখে নিন
ছবি - সংগৃহীত

আর মাত্র ২ দিনের অপেক্ষা। তারপরেই শুরু হবে ফুটবলের বিশ্বযুদ্ধ। ২০২২ কাতার বিশ্বকাপে মোট ৩২টি দেশ অংশগ্রহণ করেছে। ৪টে করে দেশ আছে মোট ৮টা গ্রুপে। গ্রুপ এ-র দেশগুলি হলো কাতার, ইকুয়েডর, সেনেগাল ও নেদারল্যান্ডস। বিস্তারিত দেখুন (স্কোয়াড সহ)।

গ্রুপ ‘এ’

কাতার

গোলরক্ষক: সাদ আল শিব, মিশাল বারশিম, ইউসুফ হাসান।

ডিফেন্ডার: পেদ্রো মিগুয়েল, আবদুল করিম হাসান, তারিক সালমান, মুসাব খাদের, হাম্মাম আল-আমিন, বাসাম আল-রাউই, বাউলেম খুখি, জাসেম জাবের।

মাঝমাঠ: আবদুল আজিজ হাতেম, মহম্মদ ওয়াদ, আলী আসাদ, সালেম আল হাজারি, করিম বৌদিয়াফ, আসিম মাদবো, মোস্তফা তারিক মিশাল।

ফরোয়ার্ড: আকরাম আফিফ, আহমেদ আলা, মহম্মদ মুনতারি, হাসান আল হাইদোস, আল ইসমাইল মহম্মদ, খালেদ মুনির, আল-ময়েজলি, নায়েফ আল-হাদরামি।

ইকুয়েডর

গোলরক্ষক: আলেকজান্ডার ডমিঙ্গুয়েজ, হার্নান গালিন্দেজ, মোয়েসেস রামিরেজ।

ডিফেন্ডার: পারভিস এস্তুপিনান, অ্যাঞ্জেলো প্রেসিয়াডো, পিয়েরো হিনকাপি, জেভিয়ের আরেগা, দিয়েগো প্যালাসিওস, জ্যাকসন পোরোজো, রবার্ট আরবোলেদা, ফেলিক্স টরেস, উইলিয়াম পাচো।

মাঝমাঠ: ময়েসেস ক্যাসেডো, হোসে সিফুয়েন্তেস, অ্যালান ফ্রাঙ্কো, জেগসন মেন্ডেজ, কার্লোস গ্রুয়েজো, গঞ্জালো প্লাটা, অ্যাঞ্জেল মেনা, আইরটন প্রেসিয়াডো, রোমারিও ইবারা, জেরেমি সারমিয়েন্টো।

ফরোয়ার্ড: এনার ভ্যালেন্সিয়া, মাইকেল এস্ট্রাদা, জোর্কেফ রেসকো, কেভিন রদ্রিগেজ।

সেনেগাল

গোলরক্ষক: এডওয়ার্ড মেন্ডি, আলফ্রেড গোমিস, সেনি ডিয়াং।

ডিফেন্ডার: বোনা সার, সালিউ সিস, কালিদু কৌলিবালি, পাপে আবু সিসে, আবদু দিয়ালো, ইব্রাহিম এমবায়ে, আবদুলায়ে সেক, ফোদে ব্যালো তোরে এবং চেইখৌ কাউয়েতে।

মিডফিল্ডার: পাপে মাতার সার, পাপে গুয়ে, নামপালিস মেন্ডি, ইদ্রিসা গানা গুয়ে, মোস্তাফা নাম, জোসেফ লোপি।

ফরোয়ার্ড: সাদিও মানে, ইসমাইলা সার, বাম্বা দিয়েং, কেইটা বলদে, হাবিব দিয়ালো, বোলায়ে দিয়া, ফামারা দিদিউ, মামে বাবে থিয়াম।

নেদারল্যান্ডস

গোলরক্ষক: জাস্টিন বিজলো, আন্দ্রিস নপার্ট, রেমকো পাসভীর।

ডিফেন্ডার: ভার্জিল ভ্যান ডাইক, নাথান আকে, ডেলি ব্লাইন্ড, জুরিয়েন টিম্বার, ডেনজেল ​​ডামফ্রিজ, স্টেফান ডি ভ্রিজ, ম্যাথিজ ডি লিগট, টাইরেল মালাসিয়া, জেরেমি ফ্রিম্পং।

মিডফিল্ডার: ফ্রেঙ্কি ডি জং, স্টিভেন বার্গুইস, ডেভি ক্লাসেন, তেউন কুপমেইনারস, কোডি গ্যাকপো, মার্টেন ডি রুন, কেনেথ টেলর, জাভি সিমন্স।

ফরোয়ার্ড: মেমফিস ডিপে, স্টিভেন বার্গভিজন, ভিনসেন্ট জানসেন, লুক ডি জং, নোয়া ল্যাং, ওয়াউট ওয়েঘর্স্ট।

উদ্বোধনী ম্যাচে মুখমুখি হবে কাতার ও ইকুয়েডর (২০ নভেম্বর)।

FIFA World Cup 22: কাতার বিশ্বকাপে গ্রুপ 'এ'-র ৪ দেশের ফুল স্কোয়াড দেখে নিন
FIFA World Cup 22: আচমকাই অসুস্থ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো! বড় ধাক্কা পর্তুগালের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in